প্রতিনিধি তেলিয়ামুড়া,২৯ফেব্রুয়ারী। পৃষ্ঠা প্রমুখরা দলের কান্ডারী, পৃষ্ঠা প্রমুখরাই ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছিল। সিপিএমের মতো একটা সুসংগঠিত দল বুঝতেই পারেনি পৃষ্ঠা প্রমুখরা শেষ প্রান্তের ভোটারের সাথেও যোগাযোগ স্থাপন করছে। আগামী দিনেও পৃষ্ঠা প্রমকরাই দলের সম্পদ। আজ তেলিয়ামুড়া মহাকুমার কল্যাণপুর বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের পৃষ্ঠা প্রমুখদের নিয়ে দুটি সম্মেলনেই পৃষ্ঠা প্রমুখদের উজ্জীবিত করতেএ কথাগুলি বলেন, পৃষ্ঠা প্রমুখ প্রদেশ ইনচার্জ সুবল ভৌমিক। দুপুর ১২ টায় কল্যাণপুর – প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ৫৬ টি বুথের ১১২০ জন পৃষ্ঠা প্রমুখ্কে নিয়ে কল্যাণপুর মোটর স্ট্যান্ডে হয় সম্মেলন। সম্মেলনে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক তথা এস সি কর্পোরেশনের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী বলেন রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিশটা প্রমুখদের অবদান ভোলার নয়। সিপিআইএমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সেইদিন পৃষ্ঠা প্রমুখরা ভোটারদের সঙ্গে যোগসূত্র তৈরি করেছিল বলেই আজ আমরা শাসন ক্ষমতায়। কল্যাণপুরের উন্নয়নে ও পৃষ্টা প্রমুখরা সর্বতোভাবে দলকে সহযোগিতা করছো বলে শ্রীদাস চৌধুরী উল্লেখ করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দাস, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ সহ স্থানীয় নেতৃত্বরা। কল্যাণপুরের পর বিকাল তিনটায় চাকমা ঘাট খোয়াই ব্যারইজ প্রাঙ্গনে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ৫০টি বুথের ১০০০ জন পৃষ্ঠা প্রমুখকে নিয়ে হয় সম্মেলন। রাজ্যর উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পৃষ্ঠা প্রমুখদের আশ্বস্ত করে বলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকাতে বিভিন্ন সুযোগ-সুবিধা বন্টনের ক্ষেত্রে পৃষ্ঠা প্রমুকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনে শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন করেন কৃষ্ণপুর মন্ডল সভাপতি তপন নম দাস। আজকে তেলিয়ামুড়া মহকুমার দুটি বিধানসভা কেন্দ্রেই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে জনজাতি অংশের বুথ কেন্দ্র গুলির পৃষ্ঠা প্রমুখদের উৎসাহ আগ্রহ ছিল লক্ষণীয়। মহকুমা দুটি পৃষ্ঠা প্রমুখ সম্মেলনেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রদেশ পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক। শ্রী ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন সারা ভারতবর্ষেই পৃষ্ঠা প্রমুখদের নিয়ে রাজ্যে রাজ্যের সম্মেলন চলছে। পৃষ্ঠা প্রমুখ রাই ভারতীয় জনতা পার্টির চালিকাশক্তি। তিনি আরো বলেন, আজ সারাদেশে ট্রামে বাসে বাজার হাটে কোথাও কোন বিক্ষোভ নেই। দেশের ১৪০ কোটি মানুষকে খাইয়ে পড়িয়ে শান্তিতে সুখে রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি. মোদিজীর আদর্শেই চলছে রাজ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ। এই উন্নয়নের কর্মযজ্ঞে পৃষ্ঠা প্রমুকদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন। সম্মেলন দুটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠা প্রমুখ কো ইনচার্জ সুভাষ সরকার,, বিজেপি খোয়াইজেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা। সম্পাদক বিজন কর সহ অন্যান্য স্থানিয় অন্যান্য নেতৃবৃন্দরা। নির্বাচনের প্রাক মুহূর্তে পৃষ্ঠা প্রমুখদের গুরুত্ব দিয়ে সম্মেলনে কড়ায় তেলিয়ামুড়া মহকুমার পৃষ্ঠা প্রমুখরা উজ্জীবিত হলো বলা যায়। যা লোকসভা নির্বাচনে তেলিয়ামুরা মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ই ভারতীয় জনতা পার্টিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে রাজনৈতিক তত্ত্ব বিজ্ঞ মহলের অবিমত।
93
previous post