186
প্রতিনিধি, বিশালগড় , ২৯ ফেব্রুয়ারি।। এন বি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজির উদ্যোগে সেকেরকোটের “অর্কনীড়” প্রশিক্ষন কেন্দ্রে খাদি উন্নয়ন ও শিল্প কমিশন এর আর্থিক সহায়তায় দুই সপ্তাহব্যাপী “মোমবাতি তৈরি ও প্যাকেজিং” এর উপর প্রশিক্ষণ চলছে । স্ব – নির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণে রাজ্যের ২০( কুড়ি) জন শিক্ষিত যুবক – যুবতী – মহিলারা অংশ নেয়। প্রশিক্ষণার্থী যুবক – যুবতীরা আগামীতে নিজেদেরকে স্ব-নির্ভর করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষন শিবিরে অংশ নেয় এবং প্রশিক্ষনে সুযোগ পেয়ে তারা দারুণ খুশী। আগামী ৯ই মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। এছাড়া আগামী ৭ই মার্চ ২০২৪ ইং থেকে ‘ মোমবাতি তৈরি ও প্যাকেজিং ‘ এর উপর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। ইচ্ছুক যুবক যুবতী বা স্ব – সহায়ক গ্রুপের সদস্যারা প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবে।