বৃহস্পতিবার খোয়াই বাগান পঞ্চায়েতে গোমাতা, লাঙ্গল এবং ট্রাক্টর পূজার মাধ্যমে চৌপাল সভার শুভ সূচনা করেন কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরন রায়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক।কিষান মোর্চা প্রদেশ সহ-সভাপতি তথা খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বগণ। মুখ্য অতিথির ভাষণে রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় বিগত ১০ বছরে মোদিজীর শাসনে ভারতবর্ষের যে অগ্রগতি হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন স্বাধীনতার পর কৃষকের জন্য যা হয়েছে একমাত্র বিজেপি সরকারই তা করেছে। কৃষকের ঘরে শৌচালয় থেকে শুরু করে পাকা ঘর, উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন,জলের ব্যবস্থা, বিদ্যুৎ, আয়ুষ্মান কার্ড, কিষান সম্মান নিধি, কিষান ক্রেডিট কার্ড, ফসল বীমা যোজনা, এবং অধিক দামে ধান ক্রয় সবকিছু বিজেপি সরকারের আমলে সম্ভব হয়েছে। তিনি আরো বলেন মোদিজি আমাদেরকে কোভিড থেকে বাঁচিয়েছেন,আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, আমাদের উন্নত শিক্ষার এবং চিকিৎসার ব্যবস্থা করেছেন। সর্বশেষে উনি রাম রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তাই আমরা উনার কাছে ঋণী এবং কৃতজ্ঞ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি তথা কিষান মোর্চার প্রদেশ সহ-সভাপতি জয়দেব দেববর্মা ও বিজেপির জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল। উনারা নিজ নিজ বক্তব্যে মোদি সরকারের ১০ বছরে সাধারণ মানুষের জন্য যে কাজ করা হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। চৌপাল সভায় সভাপতিত্ব করেন কিষাণ মোর্চার মন্ডল সভাপতি সমরেন্দ্র দত্ত। সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
99
next post