Home » বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

by admin

ধর্মনগর প্রতিনিধি।

৫৪ কদমতলা কুর্তি বিধানসভার সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেকনি ২৪নং বুথ এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দে এর বাসভবনে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় ৩পরিবারের ১২জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগত দের বিজেপি দলের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরন করে নেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যা ভূষণ দাস, কদমতলা কুর্তি মন্ডলের সাধারণ সম্পাদক মান্না গোস্বামী, সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী রানী নাথ, উপপ্রধান দিলীপ গোস্বামী সহ অনান্য নেতৃত্বরা।

You may also like

Leave a Comment