Home » ১লা জানুয়ারি ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি দেওয়ান পাশাস্হিত রামকৃষ্ণ সেবাশ্রমে এ কল্পতরু উৎসব উদযাপন করে বিকাল ৩ ঘটিকায় ।

১লা জানুয়ারি ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি দেওয়ান পাশাস্হিত রামকৃষ্ণ সেবাশ্রমে এ কল্পতরু উৎসব উদযাপন করে বিকাল ৩ ঘটিকায় ।

by admin

ধর্মনগর
আজ ১লা জানুয়ারি ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি দেওয়ান পাশাস্হিত রামকৃষ্ণ সেবাশ্রমে এ কল্পতরু উৎসব উদযাপন করে বিকাল ৩ ঘটিকায় । ভক্তরা দুপুর থেকেই অনুষ্ঠানে সমবেত হতে শুরু করে ।এক আনন্দমুখর উৎসব উদযাপনের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের কল্পতরু উৎসব উদযাপিত হয়। ভক্তের ভগবান কল্পতরু শ্রীরামকৃষ্ণ গীতি আলেখ্য পরিবেশনার মধ্য দিয়ে বেলা ৩ ঘটিকায় কল্পতরু উৎসব অনুষ্ঠানের শুভ সূচনা হয়।গীতিআলখ্য পরিচালনায় ছিলেন শিবানী দাস । অংশগ্রহণের সোমা ব্যানার্জি ,চন্দ্রা সেনগুপ্তা, ছবি পুরকায়স্থ,অভিজা দাস, পিন্টু চক্রবর্তী ,তবলায় স্বরূপ ভট্টাচার্য, মন্দিরায় রকি ধর ,ভাষ্যপাঠে বর্ধনা পুরকায়স্থ । দুপুর ৩ টা ৫০ থেকে ৩ টা ৫৫ মিনিট পর্যন্ত চলে জব ধ্যান । বিকাল ৩:৫৫ থেকে ৪:২৫ দীর্ঘ ৩০ মিনিটের কল্পতরু দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন পু জনীয় শ্রীমৎ স্বামী গিরীজানন্দ জি মহারাজ ,অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাশহর। বিকেল ৪- ২৫ থেকে ৫:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় সংগীত। অংশগ্রহণে ছিলেন চম্পা শর্মা, চন্দ্রানী শর্মা, ইন্দ্রানী শর্মা, শিবানী দেবনাথ, সৌম্যদীপ ভট্টাচার্য, সহ অন্যান্য শিল্পীরা।

You may also like

Leave a Comment