প্রতিনিধি মোহনপুর:-বলপূর্বক নাবালিকাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে বামুটিয়া মণ্ডল সভাপতি নেতৃত্বে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন। উল্লেখ্য সোমবার সকালে ভোগজুর গ্রামের এক নাবালিকাকে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও কোন হদিস নেই নাবালিকার।
কালীবাজার সংলগ্ন বরজোস গ্রামের সিপিআইএম দলের নেতা রাজেশ রায়, রাজেশ রায়ের লেফুঙ্গা থানাতে কর্মরত পিসি সাধনা রায় এবং রাজেশ রায়ের ছেলে তিনজন মিলে ভোগজুর গ্রামের নাবালিকার বাড়ি থেকে বলপূর্বক নাবালিকাতে উঠিয়ে আনে বলে অভিযোগ। নাবালিকা বাড়ির লোকেরা মেয়েকে উদ্ধারের জন্য রাজেশ রায় বাড়িতে গেলে তাদেরকেও হুমকি-ধমকি দিয়ে তারিয়ে দেয় বলে জানা গেছে। সোমবার রাতে নাবালিকার বাবা বামুটিয়া পুলিশ ফাঁড়িতে এই বিষয়ে লিখিত অভিযোগ করে। কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পর অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ মণ্ডল সভাপতি বিজু পালের নেতৃত্বে এলাকার মানুষ থানার ওসিকে ঘিরে ধরেন। দাবি করেন অতিসত্বর অভিযোগ লিপিবদ্ধ করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার এবং নাবালিকাকে উদ্ধার করে আনার। এর পরই তরিঘরি নাবালিকা উদ্ধারে মাঠে নামে বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি সঞ্জয় দেববর্মা। অভিযোগ সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির সম্পাদক দীনেশ বিশ্বাস নাবালিকার বাড়িতে গিয়ে এই বিষয়ে কোনো ধরনের অভিযোগ না করার জন্য হুমকি দিয়ে আসে। প্রশ্ন উঠছে তথাকথিত নারী-দরদি দলের অঞ্চল সম্পাদকের এই ভূমিকে ঘিরে মাঠে নেমে আন্দোলন করবে তো নারীদের সংগঠন সিপিআইএম? এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর চাঞ্চল্য বিরাজ করছে।
সিপিআইএম নেতার হাতে অপহৃত নাবালিকামন্ডল সভাপতির নেতৃত্ব পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন
174
previous post