Home » রাম ঠাকুর সেবা মন্দিরে প্রণাম করে প্রচারের কাজ শুরু করলেন বিজেপি প্রার্থী প্রণজিৎ ।

রাম ঠাকুর সেবা মন্দিরে প্রণাম করে প্রচারের কাজ শুরু করলেন বিজেপি প্রার্থী প্রণজিৎ ।

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ঘিরে শাসকদল বিজেপি প্রার্থী ঘোষণা করার পর থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায়। এদিন সকালে উদয়পুর গিরিধারী পল্লীস্থিত রামঠাকুর সেবা মন্দিরে প্রণাম করে প্রচারের কাজ শুরু করলেন বিজেপি প্রার্থী প্রণজিৎ। বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান থেকে শুরু করে পথসভা ও বিভিন্ন বুথে ছোট ছোট আকারে সভা করে প্রচারের ঝড় তুলেছে প্রণজিৎ । প্রচারে বের হয়ে বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় তীব্র আক্রমণ শানিয়েছেন বাম কংগ্রেসের জোটকে । তিনি বলেন , বর্তমান সময়ে রাজ্যের মানুষ গত পাঁচ বছরে এই রাজ্যের উন্নয়ন দেখে অনেকটাই খুশি । সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা । মহিলাদের দেওয়া হয়েছে চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ ছাড় ‌। সেই সাথে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে গত পাঁচ বছরে ‌। বিগত সময় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথ উদ্যোগে রাজ্যের উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছে। সেই সাথে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে জল নিষ্কাশন ব্যবস্থা, পাকা সড়ক পথ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে শুরু করে অটল জলধারা । সমস্ত দিকে ব্যাপক উন্নয়ন হয়েছে এই বিধানসভা কেন্দ্রে ‌ ।‌ শুধু তাই নয় শহরের শোভাবর্ধনকারী রাজন্য আমলের সেই জগন্নাথ দিঘীকে নতুনভাবে সংস্কারে হাত দিয়েছে পর্যটন দপ্তর ‌ । গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এবং মন মাতানো এক নতুনত্বের ছোঁয়া তৈরি করা পার্ক ‌ । সেই সাথে উদয়পুরের বিভিন্ন দিক গুলিকে সংস্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একই সাথে গোটা শহরকে আলোকমালায় সুসজ্জিত করে তোলা হয়েছে । রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন ও রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে যে কাজ বিগত দিনে হয়েছে । তাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভোটের ময়দানে গণদেবতাদের কাছে যাচ্ছে ভোট প্রচারে। তাই এবারও বিপুল ভোটে ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিশাল সংখ্যায় ছিনিয়ে আনবে। সেই সাথে বিরোধীদের জোটকে খন্ডন করবে এই বিধানসভা কেন্দ্রের ভোটাররা বললেন বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায়। ভোট প্রচারে বের হয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক করা যায় এদিন ।

You may also like

Leave a Comment