ধর্মনগর প্রতিনিধি।
মঙ্গলবার ধর্মনগরের আলগাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিশুদের শিক্ষার অধিকার নিয়ে একদিনের এক শিবির অনুষ্ঠিত হয়। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট দেবাহুতি গোস্বামী, এডভোকেট অংকনা চৌধুরী পি এল ভি স্বপ্না চক্রবর্তী। বিদ্যালয়ের শিক্ষিকা এই শিবিরের সভাপতিত্ব করেন।শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা অধিকার আইন 2009 এই বিষয়ের উপর আলোচনা করেঅ্যাডভোকেট গন
। ৬ থেকে ১৪ বছর বয়সি সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য ২০০৯ সালে ভারত সরকার এই আইনটি প্রণয়ন করেন ভারতের সংবিধান ও সংবিধানের অনুচ্ছেদ একুশে একুশেতে বিধান করা হয়েছে যে রাজ্য আইন বিভাগের নির্ধারণ করবে সেই মোতাবেক রাজ্য 6 থেকে ১৪ বছর বয়সি সমস্ত শিশুদের বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষা দেবে। এই আইন অনুসারে ছয় থেকে ১৪ বছর বেশি প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী স্কুলে বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার থাকবে। কোন শিশুকে কোন ধরনের ফিশ বা খরচ দিতে হবে না যা তাকে প্রাথমিক শিক্ষার শেষ করতে বাধা দিতে পারে।: তাছাড়া এই আইনের নির্দেশিত আছে উপযুক্ত সরকারের স্থানীয় কর্তৃপক্ষের এবং অভিভাবকদের দায়িত্বসমূহ যার মধ্যে রয়েছে প্রত্যেকটি শিশুকে বিনামূল্য বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা তাছাড়া এই আইনের প্রত্যেকটি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে বসবাসকারী প্রত্যেকটি চৌদ্দ বছর পর্যন্ত শিশুদের রেকর্ড রাখতে হবে তাদের বিদ্যালয়ে ভর্তি উপস্থিত এবং প্রাথমিক শিক্ষা করতে হবে।এটা নিশ্চিত করতে হবে দুর্বল অংশের এবং সুবিধাবঞ্চিত শিশুরা যেন বৈষম্যের শিকার না হয়
শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিয়ে আলগাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়।
108