Home » আমপুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

আমপুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

by admin

বৃহস্পতিবার আমপুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ১০০ আসন শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিদ্যালয় ছাত্রদের উদ্দেশ্যে বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই দেশ পরিচালনা করবে। পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে একজন আদর্শ এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ, রাজ্য এবং দেশের জন্য কিছু করার দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে। ছাত্রদের পাশাপাশি বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন ছাত্র-ছাত্রীদেরপাঠ দানের পাশাপাশি তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব নিতে হবে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ছাত্রাবাসের ছাত্রদের হাতে শিক্ষণ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারী মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অতুল দেববর্মা , শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক মিতা মল এমএস এবং খোয়াই জেলাশাসক ডি কে চাকমা প্রমূখ। এদিকে বৃহস্পতিবার বিকাল তিনটায় খোয়াই এর চেবরীস্থিত কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে নির্মীয়মান কৃষক জ্ঞানাজ’ন কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং বিধায়ক ডক্টর অতুল দেববর্মা।

You may also like

Leave a Comment