Home » বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় CPIM উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে

বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় CPIM উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে

by admin

উদয়পুর প্রতিনিধি

বুধবার দুপুরে চরিলাম ব্লকে ডেপুটেশনকে কেন্দ্র করে বিজেপি ও সিপিআইএম রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় এক বাম কর্মীর । মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় CPIM উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জামতলা দলীয় অফিসের সামনে। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মাধব সাহা , CPIM উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত ,DYFI স্থানীয় নেতৃত্ব সহ অন্যান্যরা ‌। এই বিক্ষোভ সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক মাধব সাহা তীব্র আক্রমণ শানান রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী কে । সেইসাথে পুলিশকেও আক্রমণ করতে ছাড়েননি মাধব সাহা । এদিনের বিক্ষোভ সময় পার্টির দলীয় কর্মীদের উপস্থিতি ছিল জামতলা দলীয় অফিসের সামনে ব্যাপক সাড়া ।

You may also like

Leave a Comment