প্রতিনিধি, বিশালগড় , ১ ডিসেম্বর ।। বিশালগড় মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত । বৃহস্পতিবার দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আইন শিবির। আয়োজিত সচেতনতা শিবিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। আইনি বিষয় নিয়ে আলোচনা করেন আইনজীবী সুমিতা রায় । তিনি মহিলা সংক্রান্ত অপরাধ দমনে আইনের বিভিন্ন বিষয় আলোচনা করেন। আইন সেবা কতৃপক্ষ সমাজের পিছিয়ে পড়া নাগরিকদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহ নানা অংশের নাগরিককে আইনি সহায়তা প্রদান করে।আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজ, শিশু, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে আইনি পরামর্শ এবং আইনি লড়াইয়ে আইনজীবী নিয়োগ করে সহায়তা প্রদান করে। আইনি পরামর্শ এবং সহায়তা গ্রহণের জন্য আইন সেবা কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন আইনজীবী সুমিতা রায়।
108