Home » আবারো নেশা সামগ্রী সহ এক যুবককে আটক করল ওসি জয়ন্ত দাস।

আবারো নেশা সামগ্রী সহ এক যুবককে আটক করল ওসি জয়ন্ত দাস।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি :মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন। কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেননা ওসি জয়ন্ত দাস। তিনি আইনের রক্ষক হয়ে কাজ করার পাশাপাশি প্রতিনিয়ত সমাজসেবা মুলকো কাজকরে থাকেন। জয়ন্ত দাসের এই ধরনের কাজের জন্য তিনি সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন মন পাথর এলাকায়। ওসি জয়ন্ত দাস মনপাথর ফাঁড়ী থানায় আসার পর থেকে মন পাথর এলাকায় অপরাধের সংখ্যা অনেকটা কমেছে। এরইমধ্যে দেখাযাচ্ছে যুবসমাজকে ধ্বংস করার লক্ষ্যে কিছু নেশা কারবারি নেশার রমরমা ব্যাবসা করছে। রাজ্য সরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে। রাজ্যসরকারের উদ্দ্যেশ্যকে সাফল্য মন্ডিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ওসি জয়ন্ত দাস।তাই
প্রত্যেকদিনের মতন আজও শান্তির বাজার মহকুমা অন্তর্গত মনু মন পাথর এলাকায় ওসির জয়ন্ত দাস নেশা বিরোধী অভিযানে নামেন । এই অভিযানকে কেন্দ্র করে মন পাথর বাজার এলাকা থেকে আটক করেন নেশা সামগ্রী সহ এক নেশা নেশা কারবারিকে । যুবকের নাম দেবাশীষ মগ। জয়ন্ত দাসের এই ধরনের অভিযানে খুবই খুশি স্থানীয় লোকজনের। অপরদিকে এই মন পাথর ফাঁড়ীটির অবস্থা বেহাল। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন আরক্ষা কর্মীরা। নেই সংস্কার । যেকোনো সময় ভেঙে পড়তে পারে ফাঁড়ী থানার সিলিং, দরজা-জানালা,অফিস বিল্ডিং। । সংস্কার না হলে যেকোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে । নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরা এখন নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার লোকজন চাইছেন দ্রুত সংস্কার করা হোক এই ফাঁড়ী থানাটি। পাশাপাশি জানাযায় ওসির এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে।

You may also like

Leave a Comment