প্রতিনিধি, উদয়পুর : উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে গোমতী জেলা মহিলা মোর্চার উদ্যোগে সদস্যতা অভিযানকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বনথী শ্রীনিবাসনের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভার প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বনথী শ্রীনিবাসন । এছাড়া উপস্থিত ছিলেন , বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার , বিধায়ক জিতেন্দ্র মজুমদার , রঞ্জিত দাস ও বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ প্রমূখ । এই সদস্যতা অভিযান সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন , ভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযান কে কেন্দ্র করে দলের সমস্ত নেতৃত্বরা যেভাবে গোটা রাজ্য চষে বেড়াচ্ছে তাতে করে একদিকে যেমন সংগঠনের কাজ এগিয়ে যাচ্ছে শক্তিশালীভাবে অন্যদিকে সদস্য সংখ্যাও বাড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এবং মন্ত্রীরা প্রত্যেকে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই সদস্যতা অভিযান সংগ্রহ করছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা গ্রহণ করছে। সেই সাথে মহিলারা কিভাবে সারা ফেলেছে সদস্যতা অভিযানে গোটা গোমতী জেলা জুড়ে তা সব থেকেই নজিরবিহীন । একদিকে মহিলা মোর্চা নেতৃত্বরা যেভাবে যোগাযোগ রেখে চলেছে অন্যদিকে সদস্যতা অভিযান তা ক্রমশই ধীরে ধীরে দলকে যেমন শক্তিশালী করছে তেমনি সংগঠন শক্তিশালী হচ্ছে মহিলাদের। মহিলা মোর্চা সব সময় দলের স্বার্থে কাজ করে চলেছে নিরলসভাবে। আগামী দিনে মহিলা মোর্চা গোটা গোমতী জেলায় এক বড় অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তব্যে তুলে ধরেন নেতৃত্বরা। এ দিনের গোটা অনুষ্ঠানে ব্যাপক পরিমাণে মহিলা মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।
85
previous post
নারী সুরক্ষা ও স্বনির্ভরতা সরকারের মূল লক্ষ্য : টিংকু
next post