প্রতিনিধি, গন্ডাছড়া :- ন্যাশনাল ভলান্টারি ব্লাড ডোনেশন ডে উপলক্ষে আমবাসায় অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির। মঙ্গলবার পিআরটিআই সভা গৃহে আমবাসা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন তপসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার সহকারী সভাধিপতি অনাদি সরকার, ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ, জেলা শিক্ষা আধিকারিক যতন দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। উদ্বোদকের ভাষণে মন্ত্রী সুধাংশু দাস রক্তদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন রক্তদান করলে যেমন নিজের শরীরের জন্য ভালো তেমনি সমাজের জন্যও এর চাইতে বড় অনুদান কিছুই হতে পারে না। তিনি রক্তদানের একটা ধারাবাহিক প্রক্রিয়া জারি রাখতে আমবাসা ডোনার এসোসিয়েশনকে আবেদন জানান। এদিন ৩ জন মহিলা সহ মোট ৫২ জন ডোনার স্বেচ্ছায় রক্তদান করেন। যাদের মধ্যে রয়েছে শিক্ষক, টিএসআর, বাস ও জিপ চালক শ্রমিকদের একাংশ। এদিন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আমবাসা মহকুমার সাংবাদিকদের সংবর্ধিত করা হয়। এদিন মেগা রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
71
previous post