প্রতিনিধি শান্তির বাজার : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৃতি সিং দেব বর্মনের সমর্থনে সড়ক প্রচারে শেষ দিনে বিজেপি জোলাই বাড়ি মন্ডলের উদ্যোগ কর্মী সমর্থকদের নিয়ে জোলাই বাড়ি বাজারে মন্ত্রীর নেতৃত্বে মহা মিছিল সংঘটিত হয়। বিজেপি আইপিএফটি তিপ্রা মথা্র মাথার মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মনের সমর্থনে এই মহা মিছিল জোলাই বাড়ি বিজেপি মন্ডল কার্যালয় থেকে শুরু হয় বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে বাজার সভায় মিলিত হয়। এই মহা মিছিলে নেতৃত্ব দিয়ে কর্মীদের সঙ্গে পায়ে পা মেলালেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়কথা মন্ত্রী শুক্লাচরণ চরণ নোয়াতিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি জোলাইবাড়ি মন্ডল সভাপতি অজয় রিয়াং, দক্ষিণ জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা জোলাই বাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আলোচনা করতে গিয়ে বলেন পাহাড় সমতলে এখন চলছে মোদী হাওয়া । এই নরেন্দ্র মোদি হাওয়াতে লোকসভা নির্বাচনের পরে বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না বাম এবং কংগ্রেসকে। পাশাপাশি শ্রী মন্ত্রী আরো বলেন কথা দিয়েছি উন্নয়নের কথা রাখবো জনগণের জোলাই বাড়ি বাসির দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ করবে বিজেপি আইপিএফটি এবং তিপ্রা মথার্ এই জোট সরকার। বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন পাহাড় এবং সমতলের সমপরিমাণে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উন্নয়নের গ্যারান্টিকে বাস্তবায়ন করতে আমরা এই রাজ্য থেকে দুটি পদ্মফুল উপহার দেব কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে। তাই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে আগামী ২৬ শে এপ্রিল পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন কৃতি সিং দেববর্মাকে এই আশা রাখছি গণদেবতাদের কাছে। জোলাই বাড়িতে বিধানসভা কেন্দ্রে আজকের এই নির্বাচনী মহা মিছিল কে কেন্দ্র করে বিজেপি আইপিএফটি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
রাজনীতি
প্রতিনিধি কৈলাসহর:-লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটি মন্ডল এর সাথে সাথে কৈলাসহরেও যোগদান পর্ব অব্যাহত রয়েছে।প্রতিদিন বামগ্রেস ছেড়ে শয়ে শয়ে লোক যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে।সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞ যে ধারায় চলছে তার প্রতি আকর্ষিত হয় বিরোধী সমর্থকরা শাসক শিবিরে ভিড়ছেন।তার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের আদর্শহীন মিতালী মেনে নিতে পারছেন না নিচু তলার সমর্থকরা।আজ বিকেলে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে কৈলাসহর বিধানসভার শ্রীনাথপুরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় শ্রীনাথপুর পঞ্চায়েতের সিপিএম দলের দুজন পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী এবং সুফিয়া বেগমের নেতৃত্বে ১০৮ পরিবারের ২৬১ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন।এই যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়,সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া,ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশ্বর আলী,জেলা সম্পাদক অরুণ সাহা।উক্ত সভায় সভাপতিত্ব করেন কৈলাসহর মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত।
ধর্মনগর প্রতিনিধি আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে বাকপাসা মন্ডল কিষান মোর্চার আহবানে টঙ্গী বাড়িতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরন রায়, মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস বিজেপি বাগপাশা মন্ডল সহ-সভাপতি প্রান্তুস সেন মন্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কনক নাথ ইকবাল আহমেদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা বাগপাসা মণ্ডল সভাপতি নিত্যানন্দ দাস মহাশয়। সভায় বক্তব্য রাখেন প্রান্তুষ সেন ইকবাল আহমেদ বিশ্বজিৎ কনক নাথ বীরেন্দ্র দাস প্রমূখ প্রধান অতিথির ভাষনে প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি মোদিজীর শাসনকালে ভারতের উন্নতির পরিসংখ্যান তুলে ধরেন তিনি বিশেষ করে কৃষক সমাজের যে সুযোগ সুবিধা হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন মোদিজীর শাসনকালে ভারতের 11.8 কোটি কৃষক বৎসরে 6000 টাকা হিসেবে সরাসরি সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত 2.8 লক্ষ কোটি টাকা কিষান সম্মান নিধি বাবদ পেয়েছেন আমাদের এই রাজ্যে গত 6 বছরে ডবল ইঞ্জিন সরকারের আমলে ত্রিপুরা 2 লক্ষ 49 হাজার 3 শত 39 জন কৃষক এখন পর্যন্ত 16 টি কিস্তির মাধ্যমে 684 কোটি 84 লক্ষ টাকা পেয়েছেন যা কংগ্রেস ও সিপিএমের শাসনকালে কৃষককে একটি পয়সাও দেওয়া হয়নি। ফসল বীমা যোজনা বাবদ ভারতের 48 কোটি কৃষক এখন পর্যন্ত 1.4 লক্ষ কোটি টাকা পেয়েছেন। ফসল বীমা যোজনায় ত্রিপুরার 1লক্ষ 13 হাজার 547 জন কৃষক ক্ষতিপূরণ বাবদ 9 কোটি 42 লক্ষ 75 হাজার টাকা পেয়েছেন। 2014 পূর্বে ভারতের কৃষি বাজেট ছিল 27,049 কোটি টাকা যা 2023-24 এ মোদি সরকারের আমলে বেড়ে হয়েছ 1,25,036কোটি টাকা। এখন পর্যন্ত বিজেপি সরকারের আমলে ত্রিপুরার1 লক্ষ 3323 জন কৃষকের নিকট হইতে সহায়ক মূল্যে 1 লক্ষ 92হাজার 50 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এ বাবদ আমাদের রাজ্যের কৃষক এর একাউন্টে সরাসরি 371 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তিনি সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষক গণের উদ্দেশ্য বলেন মোদিজীর শাসন কালে ভারতে একটি ও সাম্প্রদায়িক দাঙ্গার খবর নেই। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সবাই মোদিজির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অধিক মাত্রায় পদ্মচিহ্নে ছাপ দেবেন। সভায় সংখ্যালঘুদের উপস্থিত ছিল লক্ষণীয়।
প্রতিনিধি , উদয়পুর :-১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে । ত্রিপুরার একটি আসনে ভোট শেষ হতে না হতেই আগামী ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা ভোট । তার আগেই দলীয়ভাবে শাসক দল বিজেপি প্রচারে কোন অংশেই খামতি রাখতে নারাজ । পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত ও তিপ্রা মথা, আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে রবিবার দুপুরে ৪২ অমরপুর বিধানসভার ২১ নং বুথে দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে এক জন সম্পর্ক অভিযান করেন ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় । এদিন বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেন জেলা সভাপতি । জন সম্পর্ক অভিযানে চলার পথে ছোট ছোট আকারে সভা করে নেন তিনি । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি বলেন , ২০২৩ সালের পর হিংসা মুক্ত নির্বাচন করে আরেকটি ইতিহাস তৈরি করেছে ত্রিপুরা । কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায় সেটা এই সরকার করে দেখিয়েছে । কমিউনিস্ট – কংগ্রেসের কুশাসন রাজনৈতিক হিংসা এবং নির্বাচনোওর সন্ত্রাস থেকে মুক্ত হয়ে এখন ডাবল ইঞ্জিন সরকারের বিকাশের দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরাবাসী । এর ফলে উন্নত হচ্ছে জনজাতিদের জীবনমান । সুশাসনের এ ধারাকে অব্যাহত রাখতে মোদি সরকারের একমাত্র ভরসা । লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অমরপুরে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়ে বললেন অভিষেক । এদিন দিনভর প্রচার করেন দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে। যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে শুরু করে নেতৃত্ব প্রচার শুরু করেছে পূর্ব ত্রিপুরা আসনের জন্য তাতে করে বিরোধীরা অনেকটাই পিছিয়ে পড়েছে শাসকের কাছ থেকে । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।
প্রতিনিধি, গন্ডাছড়া ২১ এপ্রিল:- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রাইমাভ্যালীতে চলছে জোরদার প্রচার। রবিবার মহিলা মোর্চার উদ্যোগে নারায়নপুর দেবনাথ পাড়ায় আরো একটি প্রচার সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার, সহ-সভানেত্রী সতী চাকমা, মন্ডলের মহিলা মোর্চা সভানেত্রী বর্না দাস মন্ডল, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখ। সেখানে প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি বলেন মোদী সরকারের উন্নয়নমূলক কাজের মধ্যে একটি উজ্জলা যোজনায় মহিলাদের বিনামূল্য গ্যাস সরবরাহ। তাতে করে দেশের কয়েক লক্ষ কোটি মহিলা এর সুবিধা ভোগ করছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে জন দরদী নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে উনার বিশ্বাস। পাশাপাশি আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহবান রাখেন। এদিকে রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে পঞ্চরতন বাজারে এদিন আরও একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, মহিলা মোর্চা প্রদেশ সহ-সভানেত্রী সতী চাকমা প্রমুখ। বাজার সভায় বক্তারা বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করে মোদিজীর হাতকে শক্তিশালী করার আহ্বান রাখেন। এদিন ছোট থেকে বড় দলের প্রতিটি সভাতেই বিশাল আকারের কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উত্তর জেলা কার্যালয়ে ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে নতুন ভোটারদের নিয়ে এক মতবিনিময়ে অনুষ্ঠান।
ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরের উত্তর জেলা বিজেপি দলের কার্যালয়ে শনিবার নতুন ভোটারদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চার রাজ্য সম্পাদক শুভঙ্কর সাহা, যুব মোর্চার রাজ্য মুখপাত্র অম্লান মুখার্জি এবং উত্তর জেলার যুব মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তারা। এ সভায় ধর্মনগর যুবরাজ নগর এবং পানিসাগর থেকে মোট ৩৮০ জন নতুন ভোটার এই আলোচনা সভায় যোগদান করেন। রাজ্যের দ্বিতীয় পর্যায়ের ভোটকে সামনে রেখে আজকে এই মতবিনিময় অনুষ্ঠানের পর যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান নতুন ভোটাররা পুনরায় মোদিকে অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখার জন্য প্রচন্ড উৎসাহী এবং তারা মুক্ত হতে মোদির দলকে ভোট দিয়ে মোদিকে পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। কারণ মোদি ছাড়া এই দেশের এবং রাজ্যের বিশেষ করে যুবকদের অর্থাৎ বর্তমান প্রজন্মদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে এর থেকে ভালো কেউ ভারতবর্ষে হতে পারে না। তাই মোদিকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে উত্তর জেলার যুব সমাজ আপ্লুত।
রাজ্যের মানুষ এই বিরোধী জোটকে প্রত্যাখ্যান করছেন প্রকাশ্য জনসভায় বললেন রাজিব।
শান্তিরবাজার প্রতিনিধি: কলসী বাজারেপূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনিত প্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠীত হয় নির্বাচনী সমাবেশ।
ত্রিপুরা রাজ্যে প্রথমদফায় পশ্চিম ত্রিপুরা আসনে ভোটগ্রহনের পক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বীতিয় দফায় ভোট গ্রহন করাহবে আগামী ২৬ শে এপ্রিল। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত ও আই পি এফ টি, তিপ্রামথা সমর্থীত প্রার্থীর জয়ের লক্ষ্যে রেখে শনিবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে কলসী বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠীত করাহয়। আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত ও তিপ্রামথা, আই পি এফ টি দলের সমর্থীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মন। এছারা উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিজেপির দক্ষিন জেলার সভাপতি শঙ্কর রায়, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যার। আজকের সমাবেশে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা বিগত বাম আমলে দক্ষিন জেলায় খুন সন্ত্রাসের তথ্য তুলেধরেন ও ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে মহারানী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। আজকের এই সমাবেশে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
প্রতিনিধি কৈলাসহর:-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেববর্মনের সমর্থনে গতকাল সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কৈলাসহরের রাজপথে রোড শো করেন। হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে ভোট আবেদন করেন মুখ্যমন্ত্রী।গত ১৫ই এপ্রিল কুমারঘাট পিডব্লুডি ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।আজ বিকেলে কৈলাসহর বাবুর বাজারে অনুষ্ঠিত হয় জনসভা।সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়,রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া,পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস,জেলা সভাপতি পবিত্র দেবনাথ, মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা।জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন উন্নয়ন মূলক কাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে।আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি প্রার্থীরা।তিনি বলেন আন্তর্জাতিক বিমানবন্দর, এনসিআরটি সিলেবাস,বিদ্যা জ্যোতি প্রকল্পে সিবিএসসি স্কুল,৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ,নির্বাচনে মহিলা সংরক্ষণ,উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা,কিষাণ সম্মান নিধি,আয়ুষ্মান ভারত, দুই হাজার টাকা সামাজিক ভাতা,সপ্তম বেতন কমিশন, ২৫ শতাংশ ডি এ,যুবাদের জন্য স্টার্টআপ এভাবে উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান দিয়ে শেষ করা যাবে না।ভারতীয় জনতা পার্টির সরকার এক শক্তিশালী সরকার,মানুষ ও শক্তির সঙ্গে যায় দুর্বলের সঙ্গে কেউ যেতে চায় না।বাবুর বাজার বাসীর উদ্দেশ্যে বিপ্লব দেব বলেন আপনাদের ভবিষ্যৎ পূর্বতন সিপিএম ও কংগ্রেস সরকার ধ্বংস করে দিয়েছে,আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন।আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবেন আর যদি কাস্তে হাতুড়ি চিহ্নে ভোট দিন তাহলে জামানত জব্দের জন্য ভোট দেওয়া হবে।তিনি পূর্বতন বাম সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেব,সুনীল দেওধর ও অমিত শাহ যদি না আসতো তাহলে পরিবর্তন হতো না। ত্রিপুরা রাজ্যে বান্দরের হাতে লাঠি ছিল।এরা সরকার চালানোর উপযুক্ত ছিল না। দুর্ভাগ্য ত্রিপুরা বাসীর যে এদের মতো লোক মুখ্যমন্ত্রী ও মন্ত্রী ছিল যারা রাজ্য পরিচালনা করেছিল।তিনি সকলকে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিতে আসার আহ্বান করেন।কংগ্রেস ও কমিউনিস্ট মানুষকে হিন্দু, মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান ইত্যাদি জাতিতে বিভক্ত করে,ক্ষমতা দখল করে থাকতে চায়। ইন্ডিয়া ব্লক জোটকে কটুক্তি করে বিপ্লব দেব বলেন আমি কোনদিন কল্পনা করতে পারিনি যে ৭৫ বছর বয়সে মানিক সরকারের এমন অধঃপতন হবে শেষ বয়সে হাত চিহ্নে উনাকে ভোট দিতে হলো।ব্যক্তি স্বার্থে এরা কতটুকু নিচে নামতে পারে এটাই তার প্রমান।ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাস করে।
পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি দেব বর্মনের সমর্থনেখোয়াই এর একাধিক জায়গায় প্রচার অভিযানে অংশগ্রহণ করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার। এদিন তিনি প্রথমে রামচন্দ্র ঘাট বিধানসভাকেন্দ্রের রসরাজ নগর কমিউনিটি হলে এক নির্বাচনী সভায় মিলিত হন। উক্ত সভায় মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা সহ মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দরা। দ্বিতীয় নির্বাচনের সভাটি সংগঠিত হয় খোয়াই বিধানসভা কেন্দ্রের চেরমা এলাকায়। এই দিনে দুইটি সমাবেশে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার বলেন মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। মহিলারা আত্মনির্ভরশীল হলে পরিবার এবং সমাজ শক্তিশালী হবে। বিগত দিনে রাজ্যের মহিলারা বিভিন্নভাবে নির্যাতিত এবং নিপীড়িত হত। সন্ধ্যার পর আমাদের মা বোনরা ঘর থেকে বেরহতে পারত না। আতঙ্ক তাদের গ্রাস করে নিত। এখন রাজ্যে মহিলাদের জন্য কঠোর নিরাপত্তা বিধান রয়েছে। তাই মহিলাদের সুরক্ষা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীকে রেকর্ড সংখ্যকভোটে জয়ী করা আহ্বান জানান তিনি। এ দিনের সমাবেশে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে বাগ বাসা বিধানসভায় এলাকায় বিরোধী দলে ভাঙ্গন।
ধর্মনগর প্রতিনিধি।
লোকসভা নির্বাচন রাত পোহালে ই। এখনো বিরোধী দলে ভাঙ্গন অব্যাহত রয়েছে। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত উপজাতি কেন্দ্রে আগামী ২৬ শে এপ্রিল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব হতে চলেছে। আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। এমন অবস্থায় মানুষ শেষ পর্যন্ত বিরোধীদল গুলির প্রতি আস্থা রাখতে না পেরে কেন্দ্রীয় সরকার তথা রাজ্যে প্রতিষ্ঠিত ডাবল ইঞ্জিন সরকারের প্রতি আস্থা জ্ঞাপন করে দলে দলে যোগদান করছে। 18 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বাগবাসা বিধানসভার লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের অধীন খেরেংজুড়ি ৩০ বুথ এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত বিজেপি দলের। এই যোগদান সভায় ৮ পরিবারের ৩৫ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, বিধায়ক যাদব লাল দেবনাথ, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রুপালী অধিকারী সহ অনান্য নেতৃত্বরা।