প্রতিনিধি মোহনপুর :- আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে মহিলা সাফাই কর্মীদের জানানো হয়েছে সম্মান। বৃহস্পতিবার মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি পালনের অঙ্গ হিসেবে মোহনপুর পুর পরিষদ এলাকায় যে সমস্ত নারীরা সাফাই কাজের সাথে জড়িত উনাদের সম্মান প্রদান করা হয়েছে। পাশাপাশি মঞ্চে অতিথিদের সাথে বসানো হয়েছে মহিলা সাফাই কর্মীকে। এদিন নারী দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন নারীরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান চর্চা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্র, নিরাপত্তা থেকে শুরু করে প্রায় সব কটি স্তরে নারীরা পুরুষদের সাথে সমানভাবে অংশীদারিত্ব করছে। পাশাপাশি গোটা বিশ্বে যে সমস্ত নারীরা বিভিন্ন সময় বিশেষ দায়িত্ব পালন করেছেন সে সমস্ত বিষয় নিয়েও এদিন আলোচনা করেছেন মন্ত্রী। যদিও বর্তমান সময়ে নারীরা পুরুষদের চাইতে সামান্য কিছু পিছিয়ে থাকার বিষয়টিকে কেন্দ্র করে আক্ষেপ প্রকাশ করেছেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
ত্রিপুরা
- প্রতিনিধি মোহনপুর :- লেফুঙ্গা থানার অন্তর্গত কালীবাজার থেকে নেশা কারবারের সাথে জড়িত থাকার দায়ে এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগার। আগামী ১৩ তারিখ পর্যন্ত অভিযুক্তকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বামুটিয়ার কালীবাজার এলাকার নিবাসী পার্থ দাস দীর্ঘদিন যাবত নেশা বাণিজ্যের সাথে উতপ্রুত ভাবে জড়িত। ব্রাউন সুগার, ইয়াবা সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে যাচ্ছে সে। তার এই নেশা বাণিজ্যের কারণে বহু যুবক-যুবতী ইতিমধ্যেই ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সোমবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার। রাতে গ্রেফতার করা হয়েছে পার্থ দাসকে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ। আগামী ১৩ তারিখ পর্যন্ত অভিযুক্তের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধারণা করা হচ্ছে তাঁকে জোর জিজ্ঞাসাবাদ করে অন্যান্য নেশা কারবারি এবং নেশা সামগ্রী উদ্ধার করতে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।
প্রতিনিধি, উদয়পুর :- ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য তথা বরিষ্ঠ সাংবাদিক গৌতম চক্রবর্তী দীর্ঘদিন যাবত লিভার জনিত রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতেই আছেন।
মঙ্গলবার বিকেলে রোগগ্রস্থ গৌতম চক্রবর্তীকে দেখার জন্য আগরতলা থেকে উদয়পুর আসেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার। বিকাল সাড়ে চারটা নাগাদ প্রণব বাবু সাংবাদিক গৌতম চক্রবর্তীর বাড়িতে যান । তার সাথে ছিলেন উদয়পুরের সাংবাদিক দিলীপ দত্ত, সাংবাদিক বিপ্লব দে, সুজিত সাহা , বিটু মজুমদার , সানি আলম সরকার সহ এক ঝাঁক সাংবাদিক । প্রণব বাবু এদিন গৌতম চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য রাজ্যে সরকারের সাথে আলোচনা করে অতি শীঘ্র যথোপযুক্ত ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। শেষে অসুস্থ গৌতম চক্রবর্তীর হাতে প্রণব বাবুর পক্ষ থেকে সামান্য অর্থ রাশি সাহায্য তুলে দেওয়া হয় ।
প্রতিনিধি, বিশালগড়
, ৯ মার্চ।। কোভিড লকডাউন পরিস্থিতিতে কাজ হারানো অভিবাসী যুবক যুবতীদের বিকল্প রোজগারের দিশা দেখানোর কাজ করছে সরকার। কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহু যুবক যুবতী। কর্মহীন অভিবাসী যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড় করাতে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের যুবক যুবতীদের সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দপ্তরের সহযোগিতায় রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এন বি আই আর টি পরিচালিত সেকেরকোট স্থিত অর্কনীড়ে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাচে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। লকডাউন পরবর্তী সময়ে ২০২১ সালে ৬০ যুবক যুবতী ৯০ দিনের প্রশিক্ষণ নিয়েছে। সরকারের সহযোগিতায় বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের অনেকে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। সোলার টেকনিশিয়ান হিসেবে কর্মজীবন আরও মসৃণ করতে এবার রাজের দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের টুলস কিট প্রদান করা হয়েছে। রবিবার সেকেরকোট স্থিত অর্কনীড়ে ১৩ টি আইটেমের যন্ত্রপাতি সম্বলিত ব্যাগ তুলে দেয়া হয় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে। প্রতি ব্যাগে প্রায় ১৮ হাজার টাকার যন্ত্রপাতি রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কনীড়ের সচিব এডভোকেট অভিজিৎ গণ চৌধুরী, সোলার টেকনিশিয়ান ট্রেডের প্রশিক্ষক ই: পি এল ঘোষ, প্রজেক্ট অফিসার অনুপ দে এবং অন্যান্য ট্রেনিং কো অর্ডিনেটরগণ। বক্তব্য রাখতে গিয়ে, ই: পি এল ঘোষ এ ধরনের ট্রেনিং এর গুরুত্ব এবং রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের টুলস কিট দেওয়ার গুরুত্ব তোলে ধরেন। প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতী এমনকি মহিলারা টুলস কিট পেয়ে দারুন খুশি। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শান্তা, সম্পি দাস সহ সকল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী এ ধরনের সুযোগ পেয়েছে বলে অর্কনীড় এবং রাজ্য সরকার কে ধন্যবাদ জানান।
প্রতিনিধি ধর্মনগর,,
৫ ই মার্চ দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনার সংগঠিত হয় পানিসাগর থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের খাসিয়াবাড়ী এলাকায়।ঘটনার বিবরণে প্রকাশ বুধবার দুপুর একটা নাগাদ খাসিয়াবাড়ি স্থিত পুরাতন এ,বি,সি,আই নামক কোম্পানির পুরাতন গোডাউনে অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে।গোডাউনের প্রহরার দায়িত্বে থাকা প্রহরী মানেন্দ্র দেব নাথ জানান এ,বি,সি,আই নামক কোম্পানিটি বিগত ২০১৬ সালে থেকে ঐ এলাকায় কোন কাজ না পাওয়াতে ঐ গোডাউনে বন্ধ অবস্থায় বিভিন্ন সামগ্রী মজুত ছিলো।জানা গেছে বন্ধ গোডাউনে রয়েছে কিছু পুরাতন রেল ইঞ্জিনের লোহা,কয়লা,লেভেল ক্রসিং এ ব্যাবহুত পুরাতন রাবারের সিট। গোডাউন সংলগ্ন স্থানীয় লোকজনেরা জানায়,গোডাউন সংলগ্ন আশপাশ এলাকার জঙ্গলে শুকনো পাতাতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেওয়াতে অসতর্কতা বশত জঙ্গলের আগুন ধীরে ধীরে গোডাউনে চলে আসাতে গোডাউনে আগুনের সূএপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।গোডাউনের ভিতরে পুরাতন রাবার সিট থাকাতে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।আগুনের তীব্রতা দেখে তড়িঘড়ি খবর পাটানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে।তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌছানোর পূর্বেই গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়।পরবর্তীতে প্রায় এক ঘন্টা প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।তবে সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আশায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় আশপাশ এলাকার বতশ বাড়ি গুলি।প্রহরী জানায় আগুনে পুড়ে গোডাউনে থাকা সামগ্রী গুলির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ছয় থেকে সাত লক্ষাধীক টাকা হতে পারে।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং গোডাউনে আগুনের সূএপাতের বিষয়ে খোঁজ খবর নিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।তবে আসলেই কি জঙ্গলের আগুন নাকি নাশকতার আগুনের সূএপাত তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ।
প্রতিনিধি, উদয়পুর :-রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে কৃষকরা এক অগ্রণী ভূমিকা পালন করছে ত্রিপুরায় । এমনই এক চিত্র উঠে এসেছে টেপানিয়া কৃষি মহকুমার অধীনে থাকা কাজল দে নামে এক কৃষকের জমি থেকে। এপিক্যাল রুটেড কাটিং থেকে উৎপাদিত বীজ আলুর উৎপাদনশীলতা মূল্যায়ন করার উদ্দেশ্যে টেপানিয়া কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার সকাল ১১ টায় এক শস্য কর্তন করা হয় । ২০২৪ – ২৫ রবি মরশুমে এই কৃষি মহকুমার ১৪ জন কৃষককে উচ্চ ফলনশীল চারটি প্রজাতির বীজ আলু যথাক্রমে কুফরি লিমা , কুফরি মোহন ও কুফরি হিমালিনী এবং কুফরি থর-২ বীজ সরবরাহ করা হয় । এরমধ্যে আজ কুফরি মোহন এই প্রকারের শস্য কর্তন করা হয়। যার উৎপাদনশীলতা দাঁড়ায় ৩৮ মেট্রিকটন / হেক্টর । টেপানিয়া ধ্বজনগরে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হওয়া এই শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগিছড়া রাজ্য উদ্যান গবেষণা কেন্দ্রের উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষ , সহকারি অধিকর্তা অরিন মজুমদার এবং আন্তর্জাতিক আলূ গবেষণা কেন্দ্র বিজ্ঞানী রঙ্গনাথ জিজে ও টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত , পশ্চিম ধ্বজনগর পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান সহ প্রমূখ। এদিন উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষ বলেন , এখনো যে সকল কৃষক উন্নত হয়নি । সে সকল কৃষকদেরকে উন্নত করার জন্য রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা রাজ্যে আলু চাষ ও বীজ উৎপাদনে যেন স্বয়ংবর হতে পারে । এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের কৃষি দপ্তর । প্রথম ফলনে লাভের মুখ দেখার পর এবার দ্বিতীয় ফলনে যে চারটি বীজের পরীক্ষা করা হয়েছে চাষের মাধ্যমে যাতে করেও দেখা গিয়েছে কৃষকের জমিতে ভালো ফলন দিয়েছে আলু। কৃষক মহল ইতিমধ্যেই বলতে শুরু করেছে , ধান চাষের পর এবার আলু ফলনে এগিয়ে যেতে পারে টেপানিয়া। সব মিলিয়ে টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তের প্রচেষ্টায় যেভাবে চলছে কৃষকদের উন্নয়ন তাতে করে আগামী দিনে এক উন্নতশীল কৃষি মহকুমা হিসেবে রাজ্য সরকারের নজর কাড়বে গোটা টেপানিয়া কৃষি মহকুমা। এমনটাই মনে করছে কৃষকরা । একই সাথে রাজ্য সরকারের কৃষি মন্ত্রী রতন লাল নাথ কৃষকদের জন্য যেভাবে নানা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে । তা খুবই প্রশংসার যোগ্য বলে দাবি করেন কৃষি আধিকারিকরা ।
প্রতিনিধি, উদয়পুর :-দীর্ঘদিন পর মদ বিরোধী অভিযানে সাফল্য পেল রাধা কিশোরপুর থানা । মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে , উদয়পুর খিলপাড়া বাজারে এক সব্জি দোকানে অভিযান চালায় পুলিশ। এদিন সব্জি দোকানের মালিক রাজু চন্দ্র শুক্ল দাসের দোকান করে প্রবেশ করে পুলিশ দেখতে পায় মদের কার্টুন একের পর এক । সাথে সাথেই দোকান মালিক সহ সমস্ত মদ বাজেয়াপ্ত করে পুলিশ। এদিন পুলিশ অফিসার বিপ্লব দাস জানান , বাজেয়াপ্ত মদের বাজার মূল্য প্রায় ১৫,০০০ হাজার টাকা । আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে উদয়পুরে । যেভাবে এদিন পুলিশ মদ বিরোধী অভিযানে নেমেছে । তাতে করে উদয়পুরের শিক্ষিত মহল বলতে শুরু করেছে কেন গত কয়েক মাস ধরে মদ বিরোধী অভিযান বন্ধ ছিল উদয়পুরে। বর্তমানে ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে রয়েছে সমর দাস। সমর দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে এই ধরনের ধরপাকর। সব মিলিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী । সে ডাকে সাড়া দিয়ে এবার উদয়পুরে শুরু হয়েছে নেশা বিরোধী অভিযান ।
প্রতিনিধি, গন্ডাছড়া ৪ মার্চ:- ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব বিজু উৎসব। প্রতিবছরের মতো এ বছরও মহকুমা ভিত্তিক বিজু আবা উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে বিজু আবা আয়োজন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক, রাইমাভ্যালী বিধায়িকা, মহকুমা পুলিশ আধিকারিক, বিডিও, ব্লক চেয়ারম্যান, বিজু আবা কমিটির সভাপতি জয়মনি চাকমা, সম্পাদক সুমন্ত সেন চাকমা, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান বিকাশ চাকমা, এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা। সভায় সফল ও সুন্দর আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রাজ্যভিত্তিক বিজু মেলা ত্রিপুরার চাকমা জনজাতির ঐতিহ্যের প্রতীক। এবার ৫১তম রাজ্যভিত্তিক বিজু মেলা ধলাই জেলার ছামনুতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মহকুমা ভিত্তিক বিজু আবা আয়োজন করা হচ্ছে, যা আগামী ২২ ও ২৩ মার্চ নারিকেল কুঞ্জ সংলগ্ন চিত্ত পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
বিজু উৎসব মূলত চাকমাদের নববর্ষ উদযাপন, যা আনন্দ, সৌহার্দ্য ও সংস্কৃতির মিলনক্ষেত্র। এটি জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মহকুমা ভিত্তিক বিজু আবাতে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও নানা আকর্ষণীয় আয়োজন থাকবে।
বিজু আবা কমিটির সভাপতি জয়মনি চাকমা জানিয়েছেন, বৈঠকে বিজু আবাকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি সকল সাংস্কৃতিকপ্রেমী ও সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন, যাতে বিজু আবা সর্বাঙ্গীণভাবে সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে।
বিজু উৎসব শুধু আনন্দ নয়, এটি চাকমা সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। মহকুমা ভিত্তিক বিজু আবা এই সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধি ধর্মনগর,,
ছোট গাড়ির গোপন কেবিনে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো গাঁজা সমেত দুই পাচারকারী যুবক।
নতুন পন্থা অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়ে বহু দিন পর পুলিশের জালে ধরা পড়লো প্রায় দেড়শো কেজি শুঁকনো গাঁজা সহ দুই পাচারকারী যুবক। ধৃতরা পুলিশকে শীতঘুমে রেখে বহুদিন ধরে ছোট মালবাহী গাড়িতে করে বিভিন্ন গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছে। তবে সোমবার শেষ রক্ষা হয়নি। বিবরণে জানা যায়, আগরতলা থেকে অসমে পাচারের উদ্দেশ্যে TR02L-1845 নম্বরের সুজুকি কোম্পানির সুপার ক্যারি চার চাকার খালি গাড়ি নিয়ে উত্তর জেলার বিভিন্ন গলি পথ দিয়ে চুরাইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর এলাকায় আসে। এমনসময় পুলিশের নিকট গোপন খবর আসে যে ঐ এলাকায় গাঁজা বোঝাই একটি গাড়ি ঘুরাঘুরি করছে বলে। সঙ্গে সঙ্গে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে উক্ত এলাকায় ছুটে যান এবং গাড়িটিকে থানায় নিয়ে আসেন। পরে ছোট এই মালবাহী গাড়িটিতে সম্পূর্ণ তল্লাশি করে কোথাও গাঁজা পাওয়া যায় নি। পরে ওই গাড়ির বডির নিচের গোপন কেবিনে গ্যাস কাটার দিয়ে কেটে ঐ বিপুল গাঁজা গুলো জব্দ করা হয়। এতে বিভিন্ন আকারের আটাশ পেকেটে মোট একশো সাতচল্লিশ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়,যার কালোবাজারি মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা বলে জানান ওসি। সঙ্গে আটক করা হয় আগরতলার মূল গাঁজা ব্যবসায়ী অভিজিৎ সরকার বয়স ২৮,পিতা বিপুল কান্তি সরকার,বাড়ি রাজধানী আগরতলার এডিনগর চার পাড়া এলাকায়।অপর যুবক বিহারের সনু কুমার বয়স ২৩,পিতা সিয়ারাম রায়,বাড়ি বিহারের বৈশালী জেলার ফতেপুর থানাধীন নগরগাওয়া গ্ৰামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আগরতলা থেকে গাঁজা গুলো প্রথমে অসমের পাথারকান্দি নিয়ে যাবে ধৃত যুবকদ্বয়। পরবর্তী সময়ে সেখান থেকে অন্য গাড়ি করে গাঁজা গুলো বিহারের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানায় ধৃতরা।
এতে ধারণা করা হচ্ছে জাতীয় সড়কে পুলিশি ব্যাপক ধরপাকড়ের ফলে বহু দিন ধরে এভাবে ছোট পন্যবাহী গাড়ি করে ত্রিপুরা -অসম সীমান্তের বিভিন্ন ছোট গলি পথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছে পাচারকারীরা। পুরাই বাড়ি থানার পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলার রুজু করে আগামীকাল ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পাঁচ দিনের রিমান্ডে চেয় আদালতে সোপর্দ করবে বলে জানালেন ওসি।
প্রতিনিধি ধর্মনগর,, সোমবার দুপুরেআনুমানিক একটা নাগাদ সোনার ও বাসা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথ এর বাড়ি ফাঁকা পেয়ে চোরের দলন হানা দিয়ে নগদ টাকা সহ কিছু সোনা রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। সুরজিৎ নাথ কর্মসূত্রে ছিলেন বাড়ির বাইরে ছিলেন আর উনার স্ত্রী ছিলেন বাড়ির বাইরে । সেই সুযোগে চোরের দল হানা দেয় বাড়িতে। সুরজিৎ নাথ ধর্মনগর থানায় চুরির ঘটনা নিয়ে অভিযোগ জানান। তৎক্ষণাৎ ধর্মনগর থানার পুলিশ সুরজিৎ এর বাড়িতে ছুটে যায় এবং তদন্ত শুরু করে এর পরিপেক্ষিতে দুপুর দুইটা নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে দুইজন চোরকে আটক করে। মধ্যে একজন হল জমির উদ্দিন বয়স 18 অপর জনের নাম হলো আব্দুল বাঁচিত বয়স ৩৪ উভয়রি বাড়ি আসামের বারিগ্রাম এলাকায়। পুলিশ তাদেরকে আটক করার পর চোরের কাছ থেকে জানতে পারে যে তারা তিন জন মিলে চুরি করেছে অপরজনের নাম হল রাজু দাস তার বাড়িও আসামে।
আটক করার পর তাদের কাছ থেকে পুলিশ নগদ ছয় হাজার টাকা সহ কিছু সোনা রুপার অলংকার উদ্ধার করেছে।
যে সমস্ত জিনিস পুলিশ উদ্ধার করেছে চোরের কাছ থেকে তার সবকিছুই সুরজিৎ নাথের বলে স্বীকার করেছে সুরজিৎ নাথ। কিন্তু গলার চেইন উদ্ধার হয়নি। ১৫০০০ টাকার মধ্যে মাত্র ৬ হাজার টাকা পুলিশ উদ্ধার করেতে পেরেছে। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে বাকি জিনিসগুলি রাজু দাস নিয়ে পালিয়ে গেছে যদিও তাকে ধরার জন্য পুলিশ জাল বিছিয়েছে রাজু দাস কে আটক করতে পারলেই বাকি জিনিসগুলো উদ্ধার হয়ে যাবে।এখন বর্তমানে পুলিশতদন্ত চালিয়ে যাচ্ছে।