প্রতিনিধি,গন্ডাছড়া – গন্ডাছড়ায় প্রাক্তন ক্রিকেটারদের উদ্যোগে ৩৫ বছরের ঊর্ধ্ব টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গত ৩রা মার্চ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের প্রাক্তন সচিব স্বপন দাস সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেটার। আজ ছিল টুর্নামেন্টের তৃতীয় দিন। এদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় নেতাজি সংঘ বনাম কিংস ইলেভেন। এই ম্যাচে নেতাজি সংঘ ১০ উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রগ্রেসি ইউথ অ্যাসোসিয়েশন এবং গন্ডাছড়া প্রথম বেইজ সিনিয়র ক্রিকেট টিমের মধ্যে। উক্ত ম্যাচে প্রগ্রেসি ইউথ অ্যাসোসিয়েশন ১১ রানে জয়লাভ করে। উল্লেখ্য টুর্নামেন্টে মোট ১১ টি দল অংশগ্রহণ করে। প্রাক্তন ক্রিকেটারদের টেনিস টুর্নামেন্টকে ঘিরে মহকুমা এলাকার ক্রীড়া মোদী লোকজনদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
খেলাধুলা
প্রতিনিধি, উদয়পুর:-
শীতের মরশুমে বিভিন্ন খেলাধুলা গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে । এবার জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ের ঠাকুর দাদু ডাক্তার বিনয় ভূষণ দেবরায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৯ ফেব্রুয়ারি শুভ সূচনা হবে কাঁকড়াবনে । তার উদ্যোগ গ্রহণ করেছে কাঁকড়াবনের বিজেপির মন্ডল নেতৃত্বরা । ক্রিকেট টুর্নামেন্ট কে কেন্দ্র করে শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কাকরাবন বিটি কলেজ মাঠে। সাংবাদিক সম্মেলনে মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার জানান , আগামী ২৫ তারিখ তার প্রথম ক্রিকেট টুর্নামেন্টের টস অনুষ্ঠিত হবে । এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২২ টি ক্রিকেট দল নাম নথিভুক্ত করেছে এই খেলার জন্য । নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী , বিধায়ক জিতেন্দ্র মজুমদার , অভিষেক দেবরায় সহ প্রমূখ । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , বিজেপি জেলা সদস্য বাবুল দেব, মন্ডল সদস্য সামিম কবির, টুনামেন্ট সম্পাদক মিঠুন দাস, কোষাধ্যক্ষ সুকান্ত দাস সহ প্রমূখ।
বিটি কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট কে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে ।
প্রতিনিধি, বিশালগড় , ১৯ ফেব্রুয়ারি।। বিশালগড়ে অনুষ্ঠিত হয় পুলিশ সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ। ত্রিপুরা পুলিশের ১৫০ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচে বিশালগড় প্রেস ক্লাব খেলে বিশালগড় থানার সঙ্গে । সোমবার বিশালগড় থানার উদ্যোগে পূর্ব লক্ষীবিল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচ। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বিশালগড় থানা। দলের পক্ষে ইনস্পেকটর সুমনউল্লা কাজি ৬৫ এবং এসআই দীপজ্যোতি দাস ৪৯ রান করে। ১৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয় বিশালগড় প্রেস ক্লাব। দলের পক্ষে নিশান ৮০ এবং বিকজ ২৮ রান করে। শেষে পুরস্কার বিতরণ পর্বে অংশ নেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক প্রসেনজিৎ রায়, সমাজসেবক তপন দাস প্রমূখ। প্রেস ক্লাবের নিশান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ওসি রানা চ্যাটার্জি বলেন ত্রিপুরা পুলিশের ১৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজকের প্রীতি ম্যাচের আয়োজন। দুই দলের খেলোয়াড়দের এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান তিনি।
ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়ে পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রকারের সামাজিক এবং প্রাসঙ্গিক কর্মসূচি আয়োজিত হয়ে চলেছে।
প্রতিনিধি। তেলিয়ামুড়া প্রতিনিধি।।ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়ে পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রকারের সামাজিক এবং প্রাসঙ্গিক কর্মসূচি আয়োজিত হয়ে চলেছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়াতে এক ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হয়। এই টুর্নামেন্টের দুই সেরা দল হিসেবে তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাব এবং তেলিয়ামুড়া পুলিশ স্টেশন মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় তেলিয়ামুড়া পুলিশ স্টেশন মহকুমা প্রেসক্লাবকে ২ – ১ সেট এ পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই পর্বে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ, সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরী, তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা আয়োজন সম্পর্কে রাজীব দেবনাথ দাবী করেন পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের এই আয়োজন। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন শ্রী দেবনাথ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আজকের এই ভলিবল প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়।
নবম বাহিনী টি এস আর ক্যাম্পের হেডকোয়ার্টারে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
শান্তিরবাজার প্রতিনিধি :ত্রিপুরা পুলিশের ১৫০ বছর উপলক্ষে সোমবার নবম বাহিনী টি এস আর ক্যাম্পের প্যারেড গ্রাউন্ডে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৫ টি দল অংশগ্রহণ করে। এই দলগুলো হলো বীরচন্দ্র মনু, সাউথ হিচাছড়া , সাঁচীরামবাড়ী , নবম ও ১৪ নং বাহিনীর টি এস আর জোওয়ানরা। খেলায় বীরচন্দ্র মনু সাঁচীরামবাড়ীকে পাঁচ শুন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শুরুর পূর্বে নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট শ্রী অলক ভট্টাচার্য নেশার বিভিন্ন কুফল, ট্রাফিক বিধি, গ্রাহস্থ হিংসা, সাইবার ক্রাইমের বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। এই টুর্নামেন্টে উপভোগ করার জন্য সাঁচীরামবাড়ী এবং নবম বাহিনী টি এস আর ক্যাম্পের আশেপাশের লোকজনদের ব্যাপকহারে সমাগম ঘটে। খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স এবং থার্ড রানার্সের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি উঠিয়ে দেন নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট অলক ভট্টাচার্য । নবম বাহিনী টি এস আর এর উদ্যোগে খেলার অংশগ্রহণকারী সমস্ত প্লেয়ারদের একটি করে টি-শার্ট প্রদান করা হয় ।
রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা পুলিশ এবং ধর্মনগর প্রেস ক্লাবের মধ্যে এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
ধর্মনগর প্রতিনিধি।
রাজ্য পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনামূলক এবং প্রীতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রবিবার ধর্মনগরের বিবিআই ময়দানে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উদ্যোগে ত্রিপুরা পুলিশ এবং ধর্মনগর প্রেসক্লাবের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ধর্মনগর প্রেসক্লাব আট উইকেটের বিনিময়ে ১৩৩ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ৫ বল বাকি থাকতে চার উইকেটের বিনিময়ে ত্রিপুরা পুলিশ নির্ধারিত ১৩৬ রান করে জয়ী হয়। ম্যাচ শেষে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দুই দলের খেলোয়াড়দের সাথে সৌভ্রাতৃত্বমূলক এক অনুষ্ঠানে যোগ দেন এবং সবাইকে অভিবাদন জ্ঞাপন করেন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন পুলিশ এবং প্রেস উভয়ই মানুষের জন্য সর্বদা কাজ করে চলেছে। মানুষের কাজের ফাঁকে নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্বমূলক এই ম্যাচ একদিকে যেমন পুলিশ এবং প্রেসের মধ্যে সম্পর্ক গভীর করে তেমনি মানুষের জন্য কাজ করার একটা আলাদা ইন্ধন পাওয়া যায়।
যুবকদের সুস্থ মন এবং শারীরিক বিকাশের বার্তা দিতে খেলার মাঠে নামলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
শান্তিরবাজার প্রতিনিধি : রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশা মুক্ত ত্রিপুর গড়ার লক্ষ্যে আজ জোলাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বন্ধুত্বপূর্ণ প্রতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং জোলাই বাড়ি যুব মোর্চার মধ্যে। এই প্রীতি টুর্নামেন্ট প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের খেলোয়াড়রা ১৩ ওবারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেন। যুব মোর্চার টিমে খেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পরবর্তী সময় জোলাই বাড়ি যুব মোর্চা ব্যাট করতে নেমে ৯ আবার শেষে ৭ উইকেটে হারিয়ে ৯১ রাম সংগ্রহ করে জয়ী হন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বোলিং করতে গিয়ে ৩ ওভার করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন । ব্যাটিং করতে গিয়ে ১২ বলে ১৭ রান করেন মন্ত্রী। খেলা শেষে আজকের এই টুর্নামেন্ট রানার্স এবং চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন জোলাই বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম: এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া , দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য। আজকের এই প্রতি বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্ট বেস্ট বোলিং, বেস্ট ফিল্ডিং, বেস্ট রান, বেস্ট উইকেট প্লেয়ারদের তাদের উৎসাহ দিতে প্রত্যেক কে মন্ত্রীর নিজের থেকে ১০০০ টাকা করে সম্মান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেশা মুক্ত ত্রিপুরার লক্ষ্যকে বাস্তবায়ন করতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্যোগ আজকের এই বন্ধুত্বপূর্ণ প্রীতি টুর্নামেন্ট কে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র এবং যুব মোর্চা এবং ক্রীড়া প্রেমী লোকজনদের মধ্যে ব্যাপক উৎস লক্ষ্য করা গেল।
প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড় মধ্য লক্ষীবিল স্থিত সরকার টিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সোমবার দুপুরে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে এবং প্রদীপ প্রজ্জলন করে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব । বিদ্যালয়ের প্রাতঃ বিভাগ এবং দুপুর বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা সুসংগঠিত পিটি প্রদর্শনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েল দেববর্মা। তাছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শ্যামল দেবনাথ। বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি মিড-ডে-মিল ডাইনিং হলের দাবী সনদ তুলে দেওয়া হয় বিধায়কের হাতে। দাবি সনদ হাতে পেয়েই বিধায়ক সুশান্ত দেব অনুষ্ঠানে বসেই সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিদ্যালয়ে মিড-ডে-মিলের ডাইনিং হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিধায়কের তাৎক্ষণিক পদক্ষেপে বিদ্যালয়ে ছুটে যান ব্লকের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা। ডাইনিং হলের জন্য জমি নিরুপন করে ইঞ্জিনিয়ার গণ। খুব শীঘ্রই শুরু হবে মিড ডে মিলের ডাইনিং হল নির্মাণ কাজ। এতে অত্যন্ত খুশি ব্যক্ত করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা সহ অভিভাবক ও পরিচালন কমিটির সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার পরামর্শ দেন । তিনি বলেন শুধুমাত্র বছরে একদিন ক্রীড়া প্রতিযোগিতা নয় প্রতিদিন ছাত্র-ছাত্রীদের মাঠে থেকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। সবশেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক দাস, উপপ্রধান রুমা দাস, পঞ্চায়েত সমিতি সদস্যা সোমা দাস ঘোষ প্রমুখ।
প্রতিনিধি, উদয়পুর :-গোমতি জেলা স্পোর্টস সেল এর উদ্যোগে আর কে পুর মন্ডল দ্বারা আয়োজিত রাজ্যভিত্তিক অনুরাধা ঘোষ স্মৃতিতে দিবারাত্রি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৪ শে জানুয়ারি থেকে উদয়পুর নজরুল গ্রন্থাগার প্রাঙ্গনে শুরু হয় । ২৭ শে জানুয়ারি শনিবার সন্ধ্যায় ছিল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা । এদিন ফাইনাল প্রতিযোগিতা খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ । এদিনের ফাইনাল প্রতিযোগিতার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , চারদিন ধরে চলা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদয়পুরে সারা ফেলেছে । গোটা রাজ্যে থেকে খেলোয়াররা অংশ নিয়েছে । পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা অত্যন্ত জরুরি । বর্তমান সরকার খেলাধুলার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে রেখেছে গোটা রাজ্য জুড়ে । ইতিমধ্যেই খেলাধুলায় রাজ্যের নাম উজ্জ্বল করেছে রাজ্যের বিভিন্ন খেলোয়াররা। আর কে পুর মন্ডল দ্বারা আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা করার ফলে উৎসাহ বাড়বে খেলোয়ারদের মধ্যে । এদিন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভিন্ন রানার্স দের হাতে পুরস্কার তুলে দেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যুবক- যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক অভিষেক দেবরায়
প্রতিনিধি, উদয়পুর :-
উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে শুরু হওয়া স্বর্গীয় মৃণাল কান্তি সাহার স্মৃতিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায় । উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । এছাড়া ছিলেন ,
ক্লাবের সভাপতি প্রাণ গোবিন্দ দাস , ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি প্রদীপ সাহা , ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য জয়পাল কান্তি সাহা ও ক্লাব সম্পাদক কমল জিৎ সাহা সহ প্রমূখ। এছাড়া ছিলেন স্বর্গীয় মৃণাল কান্তি সাহার বড় পুত্র রিন্টু সাহা । দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রাজ্যের পশ্চিম জেলা বিজয়ী হয় । এদিন বিজয়ীদের হাতে ট্রফি ও দশ হাজার টাকার চেক তুলে দেন বিধায়ক অভিষেক দেবরায়। এইদিন উদয়পুরের হাতে রানার্স কাপ সহ ৮ হাজার টাকার চেক তুলে দেন তিনি । এই দিনের উদ্বোধনী ম্যাচে পুরুষ বিভাগে সারা রাজ্য ১৮ টি দল অংশগ্রহণ করেছিলো । এদিন ফাইনাল ম্যাচের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন , উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাব সব সময় খেলাধুলার জগতে উদয়পুরে এগিয়ে । এবছর মৃনাল কান্তি সাহার স্মৃতিতে যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা রাখা হয়েছে তা অত্যন্ত ভালো উদ্যোগ। খেলা কে কেন্দ্র করে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ আগামী দিনে জন্ম হবে। তার কারণ যেভাবে খেলাধুলা গোটা উদয়পুরকে ঘিরে রেখেছে তাতে করে এই উদয়পুর আগামী দিনে রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক অভিষেক দেবরায় । গোটা খেলা কে কেন্দ্র করে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় ।