ভারত জোড়ো ও ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে উদয়পুর রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে জেলা কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্রা মিছিল বের হয় মঙ্গলবার সকাল ৯ টায় । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা টিটন পাল, প্রণজিৎ রায় ও কংগ্রেসের জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাস সহ প্রমুখ । এদিন মিছিলটি জেলার দলীয় অফিস থেকে বের হয়ে উদয়পুর মধ্যপাড়া , সোনামুড়া চৌহমুনী , খিলপাড়া , রাজারবাগ ও ছনবন হয়ে পুনরায় মিছিলটি এসে সমাপ্তি হয় জেলা কংগ্রেস ভবনে । এদিনের মিছিলে কংগ্রেসকর্মীরা তাদের প্রত্যেকের শরীরে ছিল ত্রিপুরা বাঁচাও এই বার্তা । মিছিলটি দেখার জন্য রাস্তার দু’ ধরে প্রতিটি জায়গায় জরো ছিলেন সাধারণ মানুষ । চতুর্থ দিনের এই মিছিলে উদয়পুর রাধাকিশোর পুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সারা পরিলক্ষিত হয় কংগ্রেস কর্মীদের মধ্যে । আগামী তিনদিন এই ধরনের পথযাত্রা জারি থাকবে কংগ্রেস কর্মীদের মধ্যে এমনটাই জানান জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাস
admin
সোমবার রাত দশটা নাগাদ উদয়পুর রাজষি হল সংলগ্ন জাতীয় সড়কে চলন্ত এক স্কুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে । ঘটনার বিবরণে জানা যায় , এদিন রাতে এক স্কুটি চালক ব্রম্মাবাড়ী দিকে যাচ্ছিলো । তখন পেছনদিক থেকে একটি বোলেরু গাড়ি স্কুটি দিকে ধাক্কা দেয় । সাথে সাথে স্কুটিটি দুর্ঘটনার কবলে পরে । কিন্তু ঘটনার সাথে সাথেই বোলেরু গাড়িটি চম্পট দেয় । পরবর্তী সময়ে স্কুটি চালক দুর্ঘটনাগ্রস্ত স্কুটি টিকে দীর্ঘ অনেকটা পথ নেওয়ার সময় হঠাৎ করে আগুন ধরে যায় স্কুটিতে । অগ্নিকাণ্ডের লেলিহান শিখা এতটাই বেশি ছিল জাতীয় সড়কে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল । পরবর্তী সময় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে দুটি বড় ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় জাতীয় সড়ক সংলগ্ন আশপাশের বাড়ি ঘরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় ।
ফসলের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বগাবাসা পঞ্চায়েতের এক জনজাতি কৃষকের কৃষি জমি পরিদর্শন করেন এবং ধান কেটে কৃষকের অনেকটাই আয় করে দিয়েছেন মন্ত্রী । এদিন মন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন , এই বছর গোটা রাজ্যে ধানের ফলন ভালো হয়েছে । উৎপাদনও বেড়েছে অনেকটাই বেশি । ফসল ভালো হওয়ার কারণে কৃষকরা যথেষ্ট খুশি । মন্ত্রী বলেন কৃষিকে আরো উন্নত করার জন্য দেশের প্রধানমন্ত্রী জোর দিয়েছে । শুধু তাই নয়, করোনা ভাইরাস চলাকালীন সময়ে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল তারপরেও রাজ্য সরকার কৃষকদেরকে কৃষি কাজে সহায়তা করার জন্য বিভিন্ন কৃষিসামগ্রী থেকে শুরু করে বীজ ও সার প্রদান করে গিয়েছে যথা সময়ে । আজকের দিনে দাঁড়িয়ে বগাবাসা এলাকায় কৃষি জমিতে ভালো ধান হওয়ার কারণে এই বছর ফলন অনেকটাই বেশি এবং কৃষকরা তাদের লাভের মুখ দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন কিছু জমি পরিদর্শনকালে উদয়পুর কৃষি দপ্তরের জেলার আধিকারিকরা মন্ত্রীর সফরের সাথে উপস্থিত ছিলেন। রাজ্যের কৃষি মন্ত্রী নিজ হাতে ধান কেটে দেওয়ার ফলে খুবই খুশি কৃষক মহল ।
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে এক ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটি।
সোমবার তেলিয়ামুড়া শিববাড়ি স্থিত মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে এক ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নারী নেত্রী গায়েত্রী দত্ত, তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়িকা গৌরী দাস সহ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটির নারী নেত্রীরা।
মূলত রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ , শ্লীলতাহানির মতো ঘটনা প্রায় প্রত্যেকদিন ঘটেই চলেছে। এই ঘটনা গুলোর সঠিক বিচারের আশায়, রাজ্যের বুকে এধরনের ঘটনা বন্ধের দাবিতে এদিন সোচ্চার হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।
এ প্রসঙ্গে বলতে গিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নারী নেত্রী গায়েত্রী দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,, পৌনে পাঁচ বছরের বিজেপি আই.পি.এফ.টি জোট সরকারের আমলে সুশাসনের নামে অপশাসনের সময়কালে বত্রিশ মাসের শিশু কন্যা থেকে শুরু করে পাঁচ বছরের নাবালিকা সেই সাথে বৃদ্ধা বয়স্ক মায়েরা গণধর্ষণের শিকার হচ্ছেন। ধর্ষণের পর খুন হচ্ছে এইসব ঘটনা বন্ধের দাবিতে এবং মহিলাদের সুরক্ষার দাবিতে মূলত সোমবার তাদের এই বিক্ষোভ কর্মসূচি।
খোয়াই অফিসটিলা এলাকায় পুকুরের পাড়ে এক মৎস্যজীবির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।
সোমবার সকালে খোয়াই অফিসটিলা এলাকার জনৈক সতু ঘোষের পুকুরের পাড়ে এক মৎস্যজীবির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায় মৃত ব্যক্তির নাম মুনিলাল দাস বয়স আনুমানিক পঞ্চান্ন। উনার বাড়ি পহরমুরা গুদারাঘাট এলাকায়। মৃত ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়াতে অনেকেই ধারণা করছেন স্ট্রোক করেই উনার মৃত্যু হতে পারে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। পুলিশ জানিয়েছে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নেওয়া হয়েছে।
পাষণ্ড ছেলের হাতে আক্রান্ত হয়ে আর কে পুর থানার দারস্ত এক অসহায় পিতা। সোমবার দুপুরবেলায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মাছড়া এলাকায় নিজের ছেলে মদমও অবস্থায় বাবাকে বেধরক মারধর করে। এতে করে অসহায় পিতার শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়ে যায়। এদিকে ছেলের হাতে আক্রান্ত হওয়ার পর অসহায় পিতা ছুটে আসেন উদয়পুর আর কে পুর থানাতে । থানায় এসে পাষণ্ড ছেলের নামে অভিযোগ দায়ের করেন তিনি। আক্রান্ত পিতা জানান , কিছুদিন পরপরই ছেলে হাতে আক্রান্ত হতে হয়। অবশেষে পাষণ্ড ছেলের শাস্তির দাবি নিয়ে সোমবার আর কে পুর থানা দারস্ত হলেন তিনি। এখন দেখার বিষয় এই অভিযোগ পেয়ে আর কে পুর থানার পুলিশ ছেলের বিরুদ্ধে কি প্রকার ব্যবস্থা গ্রহণ করে।
কোভিড মহামারির আগেই ক্যানসার বিশ্ব জুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল। নতুন এক গবেষণার ইঙ্গিত কোভিডের পর এ বার ক্যানসারও নিতে পারে মহামারির আকার। কোভিডের প্রভাবে ইউরোপের ক্যানসার চিকিৎসাক্ষেত্রটি এক দশকের মধ্যে আরও সঙ্কটজনক পরিস্থিতির মুখোমুখি হবে।
ল্যানসেট অনকোলজিতে প্রকাশিত একটি গবেষণায়, ক্যানসার গবেষণায় ইউরোপের গ্রাউন্ডশট কমিশন গত ১২ বছরে ইউরোপ জুড়ে ক্যানসার রোগীদের উপর বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। সমীক্ষায় দেখা গিয়েছে যে গত দুই বছরে ইউরোপ জুড়ে আনুমানিক ১০ লক্ষ রোগীর ক্যানসারের চিকিৎসায় গাফিলতি হয়েছে। গত দু’বছর ধরে হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রে যাওয়া ঘিরে বিশ্ব জুড়েই তৈরি হয়েছিল আতঙ্ক। হাসপাসালে বা চিকিৎসকের কাছে গেলেই সংক্রমিত হওয়ার আশঙ্কা ছিল অনেকের মনে। আতঙ্ক সম্পূর্ণ ভিত্তিহীনও ছিল না। ইউরোপের সরকারি তরফে বার বার সতর্ক করা হয়েছিল, ভিড় এড়িয়ে চলতে। হাসপাতালও ভিড়ের জায়গা। তাই সেই স্থানও এড়িয়ে চলেছিলেন ক্যানসার রোগীরাও।
ফেসবুকের অভিভাবক সংস্থা মেটার নতুন সেনাপতি হিসাবে ভারতের দায়িত্ব নেবেন। এর আগে বহু বড় বড় সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সন্ধ্যা দেবনাথন। এ বার ভারতে ফেসবুকের দায়িত্ব সামলাবেন তিনিই। নতুন বছরের প্রথম দিন থেকেই ওই পদের দায়িত্ব নেবেন তিনি। চলতি মাসের শুরুতেই ভারতে ফেসবুক প্রধানের দায়িত্ব থেকে ইস্তফা দেন অজিত মোহন। তার পরেই বৃহস্পতিবার নতুন সেনাপতির নাম ঘোষণা করল মেটা।
২০০০ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন সন্ধ্যা। এর পর ২২ বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাঙ্কিং এবং প্রযুক্তি সংস্থায় শীর্ষ পদে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে মেটায় যোগ দেন সন্ধ্যা। সিঙ্গাপুর এবং ভিয়েতনামে এই সমাজ মাধ্যমকে জনপ্রিয় করার কাজে মন দেন। তার পর ধীরে ধীরে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফেসবুকের কাজকর্ম দেখার দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে।
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবারের স্মোক হাউস। ঘটনা রবিবার সন্ধ্যায় ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলঢেপা এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে উদয়পুর দমকল বাহিনীর কর্মীরা। ঘটনার বিবরনে জানা যায়, নলডেপা এলাকার বাসিন্দা হুমায়ুন মিঞা সপ্তাহখানেক পূর্বে নিজ বাড়িতে একটি রাবার স্মোক হাউস করেন। রবিবার পর্যন্ত প্রায় চার লক্ষাধিক টাকার রাবার সিট মজুদ ছিল স্মোক হাউজে। এদিন সন্ধ্যায় আচমকা বাড়ির লোকজন দেখতে পায় স্মোক হাউসে অগ্নি সংযোগের ঘটনা। সাথে সাথেই চিৎকার চেঁচামেচি করলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। উদয়পুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও দমকল কর্মীরা পৌঁছার আগেই রাবার স্মোক হাউসটি আগুনের গ্রাসে সম্পূর্ণ ভষ্মীভুত হয়ে যায়। সাথে প্রায় চার লক্ষাধিক টাকার রাবার পড়ে ছাই হয়ে যায়। রাবার স্মোক হাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় একপ্রকার পথে বসে যায় রাবার মালিক হুমায়ুন মিঞা। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
রবিবার দুপুরে গোমতি জেলা পুলিশ সুপারের কোয়ার্টারের পাশ থেকে টি আর ০৩ কে ৬৪৭৯ নম্বরে একটি বাইক চুরি করে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীদের হাতে আটক দুই চোর। ঘটনার বিবরণে জানা যায় , এদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে বাইকটিকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন আগরতলা থেকে আসা দুই চোর। অভিযোগ টি আর ০১ই ৩৫৬৪ নম্বরের একটি অটো গাড়ি করে বাইক চুরি করতে আসেন দুই যুবক । অটো গাড়িতে করে বাইক চুরি করার ঘটনাটি এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে দুই চোরকে আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের হাত থেকে ২ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দিন দুপুরে উদয়পুর শহর থেকে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।