173
পাষণ্ড ছেলের হাতে আক্রান্ত হয়ে আর কে পুর থানার দারস্ত এক অসহায় পিতা। সোমবার দুপুরবেলায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মাছড়া এলাকায় নিজের ছেলে মদমও অবস্থায় বাবাকে বেধরক মারধর করে। এতে করে অসহায় পিতার শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়ে যায়। এদিকে ছেলের হাতে আক্রান্ত হওয়ার পর অসহায় পিতা ছুটে আসেন উদয়পুর আর কে পুর থানাতে । থানায় এসে পাষণ্ড ছেলের নামে অভিযোগ দায়ের করেন তিনি। আক্রান্ত পিতা জানান , কিছুদিন পরপরই ছেলে হাতে আক্রান্ত হতে হয়। অবশেষে পাষণ্ড ছেলের শাস্তির দাবি নিয়ে সোমবার আর কে পুর থানা দারস্ত হলেন তিনি। এখন দেখার বিষয় এই অভিযোগ পেয়ে আর কে পুর থানার পুলিশ ছেলের বিরুদ্ধে কি প্রকার ব্যবস্থা গ্রহণ করে।