প্রতিনিধি, বিশালগড় , ২ মার্চ।। ওরা সময়মতো গ্রাহকের হাতে পন্য পৌঁছে দেয়ার তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়ায় এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। কাঠফাটা রোদ কিংবা ঝড়বৃষ্টি উপেক্ষা করেই দিনভর চলে কাজ। কাজের বিনিময়ে উপার্জিত অর্থে চলে তাদের সংসার। ওরা ডেলিভারি বয় কিংবা অনলাইন পণ্য বিতরক। বিশালগড় মহকুমার কয়েকশো যুবক এ পেশায় যুক্ত। কেমন আছে তারা। তা জানতে এবার বিশালগড়ের যুব বিধায়ক সুশান্ত দেব ডেলিভারি বয়দের সঙ্গে মতবিনিময় করলেন। রাজ্য জুড়ে যুব চৌপাল কার্যক্রম শুরু করেছে বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। এই যুব চৌপালে ডেকে পণ্য বিতরকদের সঙ্গে মতবিনিময় করলেন বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় জাঙ্গালিয়ায় খোলা মাঠে বাইক নিয়ে হাজির হন পণ্য ডেলিভারির সঙ্গে যুক্ত যুবকরা। বিধায়ক সুশান্ত দেব সহ ডেলিভারি বয়রা বাইকে বসেই আড্ডার ছলে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকশিত ভারত গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শেষে সকল ডেলিভারি বয়দের হাতে রেইনকোর্ট তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। সামনেই বর্ষা। রেইন কোর্ট থাকলে কাজের কোন অসুবিধা হবে না। বিধায়কের এহেন অভিনবত্বের ভূয়সী প্রশংসা করেন অনলাইন গ্রাহক পণ্য বিতরকরা। এছাড়া এদিন বিশালগড় বিধানসভার সুনামগঞ্জ, পূর্ব লক্ষীবিল, পৌরপরিষদের রেল স্টেশনে যুব চৌপালে অংশ নেন বিধায়ক সুশান্ত দেব। যুবক এবং নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন বিধায়ক। বিকশিত ভারত গড়ার সংকল্প যাত্রায় যুব সমাজকে সামিল হওয়ার আহবান জানান বিধায়ক সুশান্ত দেব।
150