Home » চড়িলামে সিপিএম ছাড়লো ২৭ ভোটার

চড়িলামে সিপিএম ছাড়লো ২৭ ভোটার

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। চড়িলাম বিধানসভায় সিপিএমে ভাঙ্গন অব্যাহত রয়েছে। এডিসি থেকে সমতল সর্বত্র ভাঙছে বিরোধী দল। শনিবার ২৭ জন সিপিএম সমর্থক বিজেপিতে যোগ দেন। এদিন সন্ধ্যা রাতে ৯ এবং ১২ নম্বর বুথের ২৭ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাদের বরন করেন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। উপস্থিত ছিলেন মন্ডল সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, যুব মোর্চার জেলা সহসভাপতি শ্যামল দেবনাথ এবং দুই বুথের সভাপতি সুশীল দেবনাথ এবং নির্মল দাস। দলত্যাগীরা জানান বিজেপির উন্নয়ন যজ্ঞে আমরা সামিল হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নত ভারত গড়ার কাজ চলছে। একজন ভারতীয় হিসাবে উন্নত দেশ গড়ার অংশীদার হওয়ার জন্য বিজেপিতে যোগ দেন বলে জানান তারা।

You may also like

Leave a Comment