Home » বিশালগড়ে পুলিশ সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বিশালগড়ে পুলিশ সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৯ ফেব্রুয়ারি।। বিশালগড়ে অনুষ্ঠিত হয় পুলিশ সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ। ত্রিপুরা পুলিশের ১৫০ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচে বিশালগড় প্রেস ক্লাব খেলে বিশালগড় থানার সঙ্গে । সোমবার বিশালগড় থানার উদ্যোগে পূর্ব লক্ষীবিল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচ। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বিশালগড় থানা। দলের পক্ষে ইনস্পেকটর সুমনউল্লা কাজি ৬৫ এবং এসআই দীপজ্যোতি দাস ৪৯ রান করে। ১৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয় বিশালগড় প্রেস ক্লাব। দলের পক্ষে নিশান ৮০ এবং বিকজ ২৮ রান করে। শেষে পুরস্কার বিতরণ পর্বে অংশ নেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক প্রসেনজিৎ রায়, সমাজসেবক তপন দাস প্রমূখ। প্রেস ক্লাবের নিশান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ওসি রানা চ্যাটার্জি বলেন ত্রিপুরা পুলিশের ১৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজকের প্রীতি ম্যাচের আয়োজন। দুই দলের খেলোয়াড়দের এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান তিনি।

You may also like

Leave a Comment