এগারোটায় খোয়াই সফরে আসেন রাজ্যপাল ইন্দ্র সোনা রেড্ডি নাল্লু । এইদিন খোয়াই সফর কালে তিনি তিনটি অনুষ্ঠানে যোগদান করেন।।উনার প্রথম কর্মসূচি হিসেবে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলার সমস্ত অধিকারীদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হন।এই দিন খোয়াই আসার পর প্রথমে গার্ড অফ অনার দেওয়া হয় খোয়াই জেলা পুলিশের তরফে। এরপর তিনি জেলা শাসকের কার্যালয়ে একটি বৃক্ষরোপণ করেন ও জেলা শাসকের দপ্তরে একটি সহ সহায়ক দলের স্টল পরিদর্শন করেন।এরপর চলে যান জেলা শাসকের কনফারেন্স হলে সেখানে জেলাশাসক চন্দ্রানি চন্দ্রন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কে ফুলের তোড়া এবং রিসা পরিয়ে সংবর্ধনা দেন ।এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রমেশ যাদব,জেলাশাসক চন্দ্রানি চন্দ্রন অতিরিক্ত জেলাশাসক কেশব কর সহ জেলার বিভিন্ন দপ্তরের অধিকারিকগন। প্রশাসনিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা, বিশেষ করে গরিব অংশের মানুষের মধ্যে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে তিনি খোয়াই আসেন এবং প্রশাসনিক বৈঠকে মিলিত হন। খোয়াই জেলায় সরকারে উন্নয়ন কর্মকাণ্ড দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনেও রাজ্যবাসীর স্বার্থে সরকারি বিভিন্ন প্রকল্পে সঠিক বাস্তবায়নে বিভিন্ন দপ্তরে আধিকারিকরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পরে সেখান থেকে তিনি চলে যান চেবরি দিবোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রে। সেখানে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করার পর তিনি চলে যান কলাবাগান স্থিত একলব্য স্কুলে।সেখানে বিদ্যালয় প্রিন্সিপাল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি ডাকবাংলায় রাত্রিযাপন করবেন এবং মঙ্গলবার সকালে তিনি চলে যাবেন আশারাম বাড়ি বন বাজার এলাকায়। আগামীকাল কর্মসূচি শেষ করে দুপুর নাগাদ তিনি আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
92
previous post