Home » রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা পুলিশ এবং ধর্মনগর প্রেস ক্লাবের মধ্যে এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা পুলিশ এবং ধর্মনগর প্রেস ক্লাবের মধ্যে এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
রাজ্য পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনামূলক এবং প্রীতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রবিবার ধর্মনগরের বিবিআই ময়দানে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উদ্যোগে ত্রিপুরা পুলিশ এবং ধর্মনগর প্রেসক্লাবের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ধর্মনগর প্রেসক্লাব আট উইকেটের বিনিময়ে ১৩৩ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ৫ বল বাকি থাকতে চার উইকেটের বিনিময়ে ত্রিপুরা পুলিশ নির্ধারিত ১৩৬ রান করে জয়ী হয়। ম্যাচ শেষে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দুই দলের খেলোয়াড়দের সাথে সৌভ্রাতৃত্বমূলক এক অনুষ্ঠানে যোগ দেন এবং সবাইকে অভিবাদন জ্ঞাপন করেন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন পুলিশ এবং প্রেস উভয়ই মানুষের জন্য সর্বদা কাজ করে চলেছে। মানুষের কাজের ফাঁকে নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্বমূলক এই ম্যাচ একদিকে যেমন পুলিশ এবং প্রেসের মধ্যে সম্পর্ক গভীর করে তেমনি মানুষের জন্য কাজ করার একটা আলাদা ইন্ধন পাওয়া যায়।

You may also like

Leave a Comment