
শান্তিরবাজার প্রতিনিধি :ত্রিপুরা পুলিশের ১৫০ বছর উপলক্ষে সোমবার নবম বাহিনী টি এস আর ক্যাম্পের প্যারেড গ্রাউন্ডে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৫ টি দল অংশগ্রহণ করে। এই দলগুলো হলো বীরচন্দ্র মনু, সাউথ হিচাছড়া , সাঁচীরামবাড়ী , নবম ও ১৪ নং বাহিনীর টি এস আর জোওয়ানরা। খেলায় বীরচন্দ্র মনু সাঁচীরামবাড়ীকে পাঁচ শুন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শুরুর পূর্বে নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট শ্রী অলক ভট্টাচার্য নেশার বিভিন্ন কুফল, ট্রাফিক বিধি, গ্রাহস্থ হিংসা, সাইবার ক্রাইমের বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। এই টুর্নামেন্টে উপভোগ করার জন্য সাঁচীরামবাড়ী এবং নবম বাহিনী টি এস আর ক্যাম্পের আশেপাশের লোকজনদের ব্যাপকহারে সমাগম ঘটে। খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স এবং থার্ড রানার্সের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি উঠিয়ে দেন নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট অলক ভট্টাচার্য । নবম বাহিনী টি এস আর এর উদ্যোগে খেলার অংশগ্রহণকারী সমস্ত প্লেয়ারদের একটি করে টি-শার্ট প্রদান করা হয় ।