‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় ঝাড়খণ্ডে গিয়ে ইডির হাতে গ্রেফতার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনার সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাঁচীতে হেমন্তের বাড়িতে ওই সাক্ষাৎ হয় বলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন। কল্পনার সঙ্গে সাক্ষাতের পরে রাঁচীতে পূর্বনির্ধারিত জনসভা করেন রাহুল।জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তের নাম জড়িয়েছে। ৬০০ কোটি টাকার ‘দুর্নীতি’র অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই তদন্তের সূত্রে গত ৩১ জানুয়ারি দুপুরে জেএমএম নেতা হেমন্তের রাঁচীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রায় সাত ঘণ্টা তল্লাশির পরে তাঁকে গ্রেফতার করা হয়। ৩০ জানুয়ারি তল্লাশি অভিযান চলেছিল তাঁর দিল্লির বাড়িতেও। ৩১ জানুয়ারি রাতে গ্রেফতারির আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম জানায়, বিধানসভায় হেমন্তের বদলে তাঁরা দলনেতা হিসাবে নির্বাচিত করছেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী চম্পই সোরেনকে।
রাঁচী পৌঁছেই গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্তের স্ত্রী কল্পনার সঙ্গে দেখা করলেন রাহুল
by admin
written by admin
152