Home » বিরোধী দলের ৫০ পরিবারের ১৬২ জন ভোটার যোগ দেয় ভাজপায়

বিরোধী দলের ৫০ পরিবারের ১৬২ জন ভোটার যোগ দেয় ভাজপায়

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

আগামী এপ্রিল মাসেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গোটা দেশজুড়ে । তার আগে রাজ্যের শাসক দল নিজেদের সংগঠন গুছিয়ে নিতে শুরু করেছে । বর্তমানে শাসক বিজেপির বিভিন্ন সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং বর্তমান সময়ে সংগঠনকে সাজিয়ে তোলার জন্য কাজ শুরু করে দিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে শুরু হয়েছে জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক । সোমবার বিকেলে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাতারাম মায়াপুরী শক্তি কেন্দ্রের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় অংশ নেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন ও মন্ডল সভাপতি সহ প্রমূখ । যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ, সবকা বিকাশ ও বিশ্বাস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ রাজ্য সরকারের একটি পুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ভাবনার সদর্থক বাস্তবায়নে খুশি রাজ্যের সর্বসাধারণ । এরই ফলস্বরূপ সিপিআইএম, কংগ্রেস ও তিপ্রা মথার রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে ৫০ পরিবারের ১৬২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। এদিন পড়ন্ত বিকেলে দলীয় পতাকা দলত্যাগীদের হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন অর্থমন্ত্রী সহ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক । এ যোগদান সভা কে কেন্দ্র করে বিজেপির স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ।

You may also like

Leave a Comment