Home » ক্লাস্টার লেভেল ফেডারেশনের কর্মী দের নিয়ে বিশেষ বৈঠক।

ক্লাস্টার লেভেল ফেডারেশনের কর্মী দের নিয়ে বিশেষ বৈঠক।

by admin

সংবাদ প্রতিনিধি খোয়াই।
আজ খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে জেলা সভাধিপতি জয়দেব দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলার অন্তর্গত ৯ টা ক্লাস্টার লেভেল ফেডারেশনের কর্মী দের নিয়ে বিশেষ বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয়া মুখ্য সচেতক কল্যাণী রায়, সহকারী সভাধিপতি হরিশংকর পাল, খোয়াই জেলা শক্তি বন্ধনা কমিটির কনভেনার সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব। মুলত খোয়াই জেলায় নয়টি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে প্রত্যেক টা ফেডারেশনে পাঁচ জন করে সদস্যা আছে মোট পঁয়তাল্লিশ জন আজকের এই সেমিনারে অংশ গ্রহণ করে। জেলায় মোট ৫৬ হাজারেরও বেশি
স্ব সহায়ক দল আছে যেগুলিকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে এই ক্লাস্টার লেভেল ফেডারেশন, এরাই মুল ক্যাডার বলা যায় এস এইচ জি (সেল্ফ হেল্প গ্রুপ)এবং ভি ও (ভিলেজে অর্গানাইজেশন) গুলির। কিভাবে আরো বেশি স্ব সহায়ক দল তৈরি করা যায় এবং বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের যে স্লোগান লক্ষ্যপতি দিদি তৈরি করা সে স্বপ্নকে বাস্তবায়ন করা এবং সকল এর কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজ এই মতবিনিময় সভা হয়। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্তরে ৯ জনের কমিটি রাজ্য স্তরে পাঁচজনের কমিটি জেলাস্তরে ১৫ জনের কমিটি এবং বিধানসভার স্তরে ২৫ জনের কমিটি গঠন করেছে, লক্ষ্য সি এল এফ এবং,সি এস পি, সি আর পি,এস এইচ জি জয় পরিকল্পনা মাফিক মতবিনিময় করবে এবং সরকারি সাহায্য কেন্দ্র এবং রাজ্যের টি আর এল এম এবং ব্যাংক লোন এর মধ্য দিয়ে সুবিধা প্রদান করে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করা। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রামের দরিদ্র পরিবার গুলি সংস্কৃতিতে ঋণ নিয়ে একদিকে যেমন ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারবে অন্যদিকে ছোট ছোট ক্ষুদ্র শিল্প তৈরি করতে পারবে এবং এভাবেই তার আত্মনির্ভর হবে । আজ এই মতবিনিময় সভায় আলোচনা করেন সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা কনভেনার সমীর কুমার দাস, সহকারি সভাধিপতি হরিশংকর পাল এবং মুখ্য আলোচক ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় চিফ হুইপ কল্যাণী রায়।

You may also like

Leave a Comment