ধর্মনগর প্রতিনিধি :–লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে যোগদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বিজেপির। রবিবার বিকেল ৪ ঘটিকায় ৫৪ কদমতলা কুর্তি মন্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। উক্ত যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলার সাধারণ সম্পাদক কাজল দাস কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা ধর কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মান্না গোস্বামী। এদিনের যোগদান সভায় ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের কদমতলা অঞ্চল সভাপতি দিলুয়ার হোসেন সহ ১২ পরিবারের ৩৭ জন ভোটার যোগ দিলেন বিজেপিতে। সভায় প্রত্যেক বক্তারা সিপিআইএম এবং কংগ্রেস দলকে তুল ধুন করে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের ভূয়ষি প্রশংসা করেন। জানা গেছে বিগত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এই ৫ নং ওয়ার্ড সিপিআইএমের দখলে ছিল।
124
previous post