প্রতিনিধি কৈলাসহর:-প্রদেশ মহিলা মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়ার পর আজ বৃহস্পতিবার কৈলাসহরে আসেন প্রদেশ সভাপতি মিমি মজুমদার।জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক এবং পরিচয় পর্বের জন্যই তিনি এসেছেন বলে জানান।ঊনকোটি জেলার পাঁচটি মন্ডল এবং জেলার মহিলা মোর্চার পদাধীকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস,জেলা সভাপতি পবিত্র দেবনাথ, মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, মহিলা মোর্চার সংগঠনের রাজ্য সম্পাদিকা লিপিকা বড়ুয়া,সংখ্যালঘু মোর্চা প্রদেশ সহ-সভানেত্রী বিলকিস জাহান,মহিলা মোর্চা জেলা সভানেত্রী রুমা মজুমদার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় ও জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা সহ অন্যান্যরা।প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার একান্ত সাক্ষাৎকারে জানান ভারতের প্রধানমন্ত্রী মোদিজী মহিলাদের স্বশক্তিকরনে যেভাবে অন্তিম ব্যক্তির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেই দিক মাথায় রেখেই প্রদেশ মহিলা মোর্চাও প্রতিটি দুস্থ গরিব মহিলার পাশে থেকে কাজ করে যাবে। মহিলা মোর্চা প্রদেশ সভাপতি মিনি মজুমদার জানান, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রতিটি সংগঠনের সাথে সাথে মহিলা মোর্চাও যেভাবে সংঘবদ্ধভাবে প্রতিটি নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে,ঠিক তেমনি ভাবে এখন থেকেই সংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সকল মহিলাদের একত্রিত করে নতুন কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হয়েছে।কৈলাসহর জেলা কার্যালয়ে দীর্ঘক্ষন বৈঠকের পর মিমি দেবী চলে যান উত্তর জেলার বিভিন্ন মন্ডলের সংগঠনিক বৈঠকে।
105