২০-২৫ জন বিজেপি কর্মী লাঠি নিয়ে ছুটে এসেছিলেন বাসের সামনে! রবিবার ন্যায় যাত্রার সময় ঠিক কী হয়েছিল, ঘটনার পরে অসমের নওগাঁওয়ে একটি জনসভায় জানালেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, অসমে ন্যায় যাত্রার উপর হামলা চালান বিজেপি কর্মীরা। লাঠি নিয়ে ছুটে আসেন তাঁর বাসের সামনে। রাহুল জানিয়েছেন, তিনি বাস থেকে নামতেই পালিয়ে যান তাঁরা। ‘মোদী মোদী’ স্লোগান শুনে বাস থেকে চুমুও ছোড়েন। সেই ভিডিয়ো পরে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছেন। বিজেপি দাবি করে, স্লোগান শুনে রাহুল বিব্রত হয়ে পড়েছিলেন। রাহুল পাল্টা জানান, বিজেপি বা সঙ্ঘকর্মীদের ভয় পায় না কংগ্রেস।নওগাঁওয়ের জনসভায় রাহুল বলেন, ‘’২০-২৫ জন বিজেপি কর্মী লাঠি হাতে বাসের সামনে ছুটে এসেছিলেন। আমি বাস থেকে নামতেই তাঁরা পালিয়ে যান। ওঁরা ভাবছেন, বিজেপি, আরএসএসকে কংগ্রেস ভয় পায়। ওঁরা স্বপ্ন দেখছেন। ওঁরা যত ইচ্ছা পোস্টার, প্ল্যাকার্ড ছিঁড়তে পারেন। আমরা পাত্তা দিই না। আমরা কাউকে ভয় পাই না। প্রধানমন্ত্রী মোদীকেও নয়, অসমের মুখ্যমন্ত্রীকেও নয়।’’ জনসভার আগে এক্সে সেই চুমু ছোড়ার ভিডিয়ো পোস্ট করেন রাহুল। সেখানে দেখা গিয়েছে, অসমের পথ দিয়ে চলছিল বাসটি। হঠাৎই ভেসে আসে ‘জয় শ্রীরাম’, ‘মোদী মোদী’ ধ্বনি। যাঁরা ধ্বনি দিচ্ছিলেন, বাস থেকে তাঁদের উদ্দেশে চুমু ছুড়ে দেন। ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘সকলের জন্য আমাদের ভালবাসার দোকান খোলা রয়েছে। জুড়বে ভারত, জিতবে হিন্দুস্তান।’’
‘বিজেপি লাঠিসোঁটা নিয়ে এসেছিল’! মোদী-স্লোগানে চুমু ছুড়েও অসমে রাহুলের বক্তৃতায় ‘হামলার আতঙ্ক’
by admin
written by admin
135