প্রতিনিধি কৈলাসহর:-লোকসভা নির্বাচনকে টার্গেটে রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছে ঊনকোটি জেলা যুব মোর্চা।প্রতিটি মন্ডলে যুবমোর্চার সদস্যদের নিয়ে প্রায় প্রতিদিনই সাংগঠনিক কর্মসূচি জারী রেখেছেন যুবমোর্চা জেলা সভাপতি অরুপ ধর।বুথকে আরো শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে পেঁচারথল মন্ডল যুব মোর্চার উদ্যোগে আজ শুক্রবার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধর,পেঁচারতল মন্ডল যুব মোর্চা সভাপতি প্রনব চৌধুরী, প্রদেশ যুব মোর্চা সদস্য ধর্মেন্দ্র চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।অনুরূপভাবে চলতি সপ্তাহে ঊনকোটি জেলা যুব মোর্চা উদ্যোগে ফটিকরায় মন্ডল কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা সম্পাদক কৃষাণ চক্রবর্তী,রাজ্য যুব মোর্চা অন্যতম সদস্য ধর্মেন্দ্র চাকমা, ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধর, ফটিকরায় মন্ডল কমিটির সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা।
167