
প্রতিনিধি, বিশালগড় , ১৬ জানুয়ারি।। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল বিজেপি। দু’টি আসনে জয় সুনিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে পাহাড়ে ক্রমশ জমি হারাচ্ছে তিপরা মথা। সাইন বোর্ড স্বর্বস্ব গণমুক্তি পরিষদ। মানুষের পাশে দাঁড়াচ্ছে বিজেপি। ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা। তাই জনজাতিরা আস্থা রাখতে শুরু করেছে শাসক দলের ওপর । মঙ্গলবার চড়িলাম বিধানসভার নাইথং বাজারে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মনের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৯৯ পরিবারের ৪৯৬ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। যোগদান সভায় প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন ভাষণে বলেন চব্বিশে আবার বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সকল অংশের মানুষের উন্নয়ন হচ্ছে। বিগত সরকার মানুষের উন্নয়ন নিয়ে রাজনীতি করেছে। বিজেপি সবকা সাথ সাবকা বিকাশ নীতিতে অন্তিম ব্যাক্তির উন্নয়ন করছে। প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বলেন পঁচিশ বছর মানুষের উন্নয়নের টাকা লুটপাট হয়েছে। দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে এদের উচিৎ শিক্ষা দিয়েছে রাজ্যের মানুষ। আগামী লোকসভা নির্বাচনে এদের জামানত জব্দ করতে হবে।