155
ধর্মনগর প্রতিনিধি।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে সাধারণ ত্রিপুরাবাসী তত বেশি মোদি সরকারের বিজেপির প্রতি আসক্ত হয়ে দলে দলে এই দলকে বেছে নিচ্ছে। রাজ্যের দুটি লোকসভার আসনে বিশেষ করে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিজেপির হাত শক্ত করতে, মজবুত করতে প্রতিদিন দলে দলে মানুষ বিজেপি দলের প্রতি আস্থা দেখাচ্ছে। রবিবার বাগ বাসা বিধানসভা কেন্দ্রের অধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে ৪৯ জন ভোটার দীর্ঘদিনের বামফ্রন্ট এবং কংগ্রেসের উপর আস্থা হারিয়ে বিজেপি দলের ছত্রছায়ায় শামিল হয়। এই যোগদান সভায় এলাকার বিধায়ক যাদব লাল নাথ এবং জেলার সাধারণ সম্পাদক কাজল দাসের হাত থেকে বিজেপি দলের পতাকা গ্রহণ করে। এভাবে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিরোধীরা কোণঠাসা হতে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।