
প্রতিনিধি, উদয়পুর :-
গত ২০১৯ সাল থেকে উদয়পুরের রাজন্য আমলের জগন্নাথ দীঘিকে সংস্কারের কাজে হাত লাগায় রাজ্যের পর্যটন দপ্তর । তৎকালীন সময়ের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দিঘী সংস্কারে উদ্যোগ গ্রহণ করে। সেইমতো দীঘি সংস্কার করার পর থেকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে। দিঘির চারদিকে বৈদ্যুতিক আলো থেকে শুরু করে নানা বাহারি ফুলে সাজানো হয়েছে গোটা দিঘীর পার্কটিকে। বর্তমান আরও কিছু কাজ থাকার কারণে দিঘীর নতুন পার্কটিকে উদ্বোধন করা হয়নি । কিন্তু রাতের অন্ধকারে সমাজদ্রোহীরা পার্কের ভেতরে প্রবেশ করে ভেঙে ফেলছে বৈদ্যুতিক আলোর স্টিক লাইট গুলি । চুরি হয়ে যাচ্ছে বহু ফুলের গাছ। জানা যায় , দুজন পুলিশ নিরাপত্তা ছিল দীর্ঘদিন এই পার্কে । কিন্তু হঠাৎ করে রাধাকিশোরপুর থানা থেকে রাতে পার্কের ভেতর দুজন পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে । এর ফলে উদ্বোধনের আগেই এই ধরনের কার্যকলাপ শুরু হয়েছে পার্কের ভেতর । বর্তমানে পার্কের নিরাপত্তা কিভাবে রাখা হবে এই নিয়ে উঠছে প্রশ্ন ।