
প্রতিনিধি, উদয়পুর :-
উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান । এই মায়ের মন্দিরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী সমাগম ঘটে । হিন্দু শাস্ত্র মতে কোন শুভ কাজ করার আগে মায়ের মন্দিরে এসে সকলে মায়ের আশীর্বাদ নিয়ে যান । বর্তমানে মন্দির চত্বর জোরে প্রসাদ প্রকল্পের কাজ চলছে । এর ফলে আবর্জনা স্তূপ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় । এই ছাড়া বিভিন্ন হোটেল থেকে শুরু করে ছোট বড় খাবারের দোকানগুলি থেকে আবর্জনা স্তূপ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এ মাতাবাড়িতে আসা দর্শনার্থীদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় তাই এবার বিধায়ক অভিষেক দেবরায় নিজে দাঁড়িয়ে থেকে মাথাবাড়ি মন্দিরের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ করে । বুধবার সকাল ১০ টা নাগাদ বিধায়ক অভিষেক দেবরায় সাফাই অভিযানে নিজে অংশ নেন এবং ঘুরে দেখেন গোটা মন্দির চত্বর এলাকা। কথা বলেন পেঁড়া ব্যবসায়ী থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন দোকান ও মালিকদের সাথে । সেই সাথে সকলের কাছে আবেদন রাখেন মায়ের মন্দিরে চারপাশ যাতে পর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখে যাতে করে রাজ্য এবং বহি:রাজ্য ও দেশ-বিদেশ থেকে আসা সাধারণ পুন্যার্থীরা যাতে কোন ধরনের অসুবিধায় না পড়তে হয় তার আবেদন রাখেন বিধায়ক অভিষেক দেবরায়।