162
ধর্মনগর প্রতিনিধি।
করমছড়া বিধানসভায় বড় ধ্বস নামালো বিজেপি। ৫২৩ পরিবারের প্রায় ১২০০ অধীক ভোটার সিপিএম ও কংগ্রেস ছেড়ে গেরয়া শিবিরে সামিল হয়। যোগদানকারীদের অধিকাংশই ছিল সিপিএমের নেতানেত্রী ও সমর্থক মনুঘাট টাউনহল মাঠের মুক্ত মঞ্চে দলীয় পতাকা দিয়ে দলে বরন করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, মন্ত্রী বিকাশ দেববর্মা, ছামানু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা। রাজীববাবু বলেন মানুষের স্বার্থে বিজেপির কর্মযজ্ঞ দেখি বিভিন্ন দলের নেতা কর্মীরা থেকে বিজিবিতে যোগ দিচ্ছে। সিপিএম দলের মধ্যে এত বড় ভাঙ্গনের পেছনে মূল কারিগর ছিলেন মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস।