
প্রতিনিধি, উদয়পুর :-
শনিবার দুপুর ১২ টায় উদয়পুর ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী ও বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার , কোচ সহ সংশ্লিষ্টদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ত্রিপুরার ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ , উদয়পুর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সৌমিত্র ভট্টাচার্য , ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা বনজিৎ বাগচী সহ প্রমূখ । এদিন অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ রাখতে গিয়ে বলেন , আজ থেকে কয়েক বছর আগে থেকে একটি অভিযোগ আসছে যারা উদয়পুরে ভালো ক্রিকেটের সাথে যুক্ত থাকে অথবা ভালো পারফরমেন্স রয়েছে তাদেরকে সিলেকশনের ক্ষেত্রে আগরতলায় তাদেরকে বঞ্চিত করে রেখে দিচ্ছে । দীর্ঘদিন বিধায়ক থাকার সুবাদে এই ধরনের অভিযোগ প্রতিনিয়ত আসছে । কিন্তু এই ধরনের অভিযোগ যখন সামনে আসে তখন আগরতলা কে এই বিষয়ে নজর দেওয়া খুবই জরুরী । যে জায়গায় রাজ্য এক তাহলে কেন উদয়পুর কে বাদের তালিকায় রাখা হবে। এদিন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ কে মঞ্চে বসিয়ে এভাবেই আক্রমণ শানিয়েছেন মন্ত্রী । যা রীতিমত চঞ্চল্য ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে টাউনহলের ভেতরে । এইদিন ক্রিকেটার , কোচ ও বিভিন্ন ছোট-বড় খেলোয়াড়দের কে সম্মান প্রদান করা হয় মন্ত্রীসহ অতিথিদের হাত ধরে । এদিন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুরের খেলোয়ার থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ও অভিভাবকিকাদের উপস্থিতি ছিল সারা জাগানো ।