প্রতিনিধি কৈলাসহর:-ভারতীয় জনতা পার্টির সাতটি মোর্চার মধ্যে অন্যতম হচ্ছে যুব মোর্চা। প্রধানমন্ত্রী মোদি জি দেশের সার্বিক কল্যাণে যুবকদেরকে এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জনকল্যাণ মুখী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের মনোনিবেশ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই যুব প্রজন্মের হাতে বিভিন্ন শাখা সংগঠনের সর্বোচ্চ দায়িত্ব যুবকদের কাঁধে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।৫৩/৩৮ নং বুথে পুরোনো কমিটি ভেঙ্গে যুবমোর্চার নতুন কমিটি গঠন করা হয়ছে চলতি সপ্তাহে।এই কমিটিতে সভাপতি হয়েছেন জয়দীপ পাল(কুট্টি) ও সহসভাপতি কার্তিক চন্দ্র দাস। অনুরূপভাবে সম্পাদক দীপক দে ও সহ সম্পাদক সুমন দাস কে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে সোস্যাল মিডিয়া ইনচার্য মৃগাঙ্ক দাসকে করা হয়েছে।মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কমিটিকে আরো শক্তিশালী করা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।১৪জন সদস্যের এই কমিটিতে যাদের জনসংযোগ ভালো রয়েছে তাদেরকেই স্থান দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
164
next post