149
প্রতিনিধি কৈলাসহর:-তিন রাজ্যের ফলাফল ঘোষণার পর বিজেপি দলে যোগদানের জন্য মুখিয়ে আছে বাম ডান উভয় সংগঠনের রাজনৈতিক ব্যক্তিত্বরা।আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে যোগদানের প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে ।ঊনকোটি এডিসি ভিলেজর অন্তর্গত ধাতুছরা ৫৩ নং বুথে সিপিআই এম এর প্রাক্তন প্রধান সহ ৫ পরিবারের ১৪ জন ভোটার সিপিআই(এম) ছেড়ে বিজেপির পতাকাতলে সামিল হয়েছে।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে বরণ করেন শ্রম মন্ত্রী টিংকু রায়। জনজাতি অধ্যুষিত উক্ত এলাকায় সিপিএমের সক্রিয় নেতৃত্ব থাকা সত্ত্বেও তাসের ঘরের মতো ভাঙছে বাম সংগঠনগুলো।