Home » ছয় পরিবারের ১৫ জন ভোটার যোগ দিলেন পদ্মফুলে

ছয় পরিবারের ১৫ জন ভোটার যোগ দিলেন পদ্মফুলে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

প্রতিদিন রাজ্য ভারতীয় জনতা পার্টি বিরোধী দলে ভাঙ্গন ধরাতে শুরু করেছে । ছোট ছোট সভার মাধ্যমে শাসক দল বিজেপি প্রতিনিয়ত সমতল থেকে পাহাড় সর্বত্র গ্রামীণ এলাকাগুলিতে দলীয়ভাবে যোগদান করবো শুরু করে দিয়েছে । এবার ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রে সিমনা ৮ নং বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া । এছাড়া ছিলেন মন্ডলের মন্ডল নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় স্তরের বিভিন্ন বিজেপি নেতৃত্বরা । এই যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর সময়কালে সেবা সুশাসন ও গরিব কল্যাণের জন্য কাজ করে গিয়েছে ভারত সরকার । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বিতরণ সুনিশ্চিত করা হয়েছে । তাছাড়া ১১.৮ কোটি ঘরে নলের মাধ্যমে জল পৌঁছেছে এবং ১০০ শতাংশ বিদ্যুৎ পৌঁছেছে । সেই সাথে ৪৮.৩ কোটি জনগণ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে দরিদ্রদের ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে । এছাড়াও বর্তমান রাজ্য সরকার ত্রিপুরায় রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল , কলেজ , যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার ফলে দিনের পর দিন এই রাজ্য সামনের দিকে অগ্রসর হচ্ছে । এই উন্নয়নের ফলে তিপ্রা মথা ও সিপিআইএম দল ছেড়ে ছয় পরিবারের ১৫ জন ভোটার আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে যোগ দেয় । তাদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন বিধায়ক রামপদ জমাতিয়া । ভারতীয় জনতা পার্টির দলীয় স্লোগান দিয়ে দলে তাদেরকে বরণ করে নেওয়া হয় ।

You may also like

Leave a Comment