বাংলায় সিপিএমের সাংগঠনিক অবস্থা আগের থেকে ভাল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের, বিবিধ ঘটনার উল্লেখ করে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এমনই দাবি করলেন রাজ্যের নেতারা। গত বৃহস্পতিবার দিল্লিতে সিপিএমের এক দিনের পলিটব্যুরোর বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠক। সিপিএম সূত্রে খবর, আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন, সাংগঠনিক যে দৈন্যদশা ছিল, তা বেশ কিছু জায়গায় কাটানো গিয়েছে। আবার এ-ও ঠিক, বেশ কিছু জায়গায় তা অব্যাহত রয়েছে। যেখানে স্বাভাবিক সাংগঠনিক কাজ করা যাচ্ছে না সেখানে দু’টি কারণের কথা বলেছেন সিপিএম নেতারা। এক, সেই অংশের কর্মীদের মানসিকতা। দুই, পরিবেশ পরিস্থিতি।
সিপিএমের এই কেন্দ্রীয় কমিটির বৈঠকে মূল আলোচ্য বিষয়, গোটা দেশের সংগঠন এবং পার্টির অভ্যন্তরে শুদ্ধিকরণ অভিযান। বছর আটেক আগে সিপিএম সিদ্ধান্ত নিয়েছিল, পার্টিকে গড়ে তোলা হবে গণ-লাইন সম্পন্ন বিপ্লবী পার্টি হিসেবে। সেই সময়েই সিদ্ধান্ত হয়েছিল, একেবারে নিচু তলায় কী হচ্ছে তা কেন্দ্রীয় কমিটি নিয়মিত ‘চেক আপ’ করবে। সেই শুদ্ধিকরণ অভিযানেও বাংলার নেতারা আশাব্যঞ্জক পরিস্থিতির কথা শুনিয়েছেন বলে খবর।