সিপিএমের প্রয়াত তথা প্রাক্তন বিধায়ক সমীর দেব সরকারের বাসভবনে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই দিন রাত্রি ৮ ঘটিকায় ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নং বুথে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের ডিস্টার্ব প্রমো বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সাধারণ সম্পাদক প্রণব দেবনাথ, পশ্চিম সিঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল দেব, বিশিষ্ট সমাজসেবী অজিত দেব সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এইদিনের বৈঠক বলে জানা যায়। এ দিনের বৈঠকে মন্ডল নেতৃত্বরা স্থানীয় পৃষ্ঠা প্রমুখদের দলকে শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন। এবং খোয়াই বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোটারের কাছে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মযজ্ঞ এবং পরিকল্পনার কথা তুলে ধরে তাদেরকে ভারতীয় পার্টিতে আকৃষ্ট করে তুলতে গুরুত্বারূপ করেন। মন্ডল সম্পাদক প্রণব দেবনাথ বলেন পৃষ্ঠা প্রমুখরা হচ্ছেন দলের ভীত। তাদের দাঁড়ায় দল শক্তিশালী ও মজবুত হয়।আগামী দিনেও তারা দলকে এগিয়ে নিয়ে যাবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিশাল ব্যবধানে জয়যুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সিপিএমের প্রয়াত তথা প্রাক্তন বিধায়ক সমীর দেব সরকারের বাসভবনে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়
by admin
written by admin
137
previous post