
প্রতিনিধি তেলিয়ামুড়া। আগামীকালকে ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বের হবে। দুটি বিধানসভা কেন্দ্রে ই এবার সংখ্যালঘু অংশের ভোটাররা শাসক দল বিজেপিকে সমর্থন করেছে বলা যায়। দুটি বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘুদের এই সমর্থন এবার বিজেপি অন্যান্য এলাকাতেও সংখ্যালঘুদের উপর জোর দিয়েছে। আজ বিকালে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গাউসভার ২২ ঘড়িয়া তে বিজেপির পক্ষ থেকে এক যোগদান সভায় সংখ্যালঘু অংশের ৪৭ পরিবারের ২৩৯ জন ভোটার বিজেপি দলে সামিল হয়। রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। বক্তব্য রাখতে গিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে আগামী কালকে বিজেপির প্রার্থী তোফাজ্জল হোসেন বিপুল ভোটে জয়ী হচ্ছেন এবং আগামী দিনে সংখ্যালঘু অংশের মানুষদের দাবি-দাওয়া নিয়ে পবিত্র বিধানসভায় আওয়াজ তুলবেন। আজ শুধু বক্সনগর ধনপুর কেন্দ্রের সংখ্যালঘু অংশের মানুষেরা নয় সারা রাজ্যেই বাস্তবে নিরিখে সংখ্যালঘু মানুষেরা বুঝতে পারছে নরেন্দ্র মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ শুধু মুখের কথা নয় বাস্তবেও তাই হচ্ছে। দীর্ঘ বছর ধরে সিপিএম সংখ্যালঘু মানুষদের নিয়ে শুধু রাজনীতি করে গেছে। সংখালী বংশের মানুষদের উন্নয়নের জন্য কিছুই করেনি। গত পাঁচ বছরের সংখ্যালঘু মানুষদের উন্নয়নের রাজ্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। তাই আজ সংখ্যালঘুর সারা দেশের ত্রিপুরা রাজ্য সরকার প্রতি আস্থা রাখছে। আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সম্পাদক বিজন কর মন্ডল সভাপতি তপন নম দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দরা।