
প্রতিনিধি, বিশালগড়, ।। আর মাত্র দুই দিন বাকি। রবিবার বিকালে উপনির্বাচনের সরব প্রচার সম্পন্ন হবে। বক্সনগর বিধানসভা কেন্দ্রে একতরফা প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি। গেরুয়া পতাকায় সেজে ওঠেছে গোটা বক্সনগর। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা নির্বাচনী প্রচারের প্রধান মুখ। প্রচারের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম তদারকি করছে মুখ্যমন্ত্রী। শুক্রবার নির্বাচনী কাজে যুক্ত মন্ত্রী বিধায়ক নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। বক্সনগর মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী তফাজ্জল হোসেন, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সম্পাদিকা পাপিয়া দত্ত, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা প্রমূখ। বৈঠকে বক্সনগর মন্ডলের সকল শক্তি কেন্দ্রের ইনচার্জ উপস্থিত ছিলেন। বুথের সার্বিক পরিস্থিতি নিয়ে চর্চা হয় বৈঠকে। আগামী দুই দিন প্রচার আরও তীব্র করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সাংবাদিকদের বলেন বক্সনগরে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা। এখানে বিরোধী জোটের কোন প্রভাব পড়েনি। সাধারণ মানুষ বিজেপির পক্ষে দাঁড়াচ্ছে। এক সময় বিজেপির প্রতি ভুল ধারণা ছিল। সিপিএম মিথ্যা অপপ্রচার করে বিভ্রান্ত করেছিলো। সেই পরিস্থিতি আজ নেই। মানুষ ভুল ধারণা থেকে বেরিয়ে এসেছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কারণ নির্দিষ্ঠ ধর্ম কিংবা নির্দিষ্ঠ ব্যাক্তির জন্য কাজ করেনি সরকার। সেবা সুশাসন গরিব কল্যাণের সকল সুবিধা ধর্ম বর্ন নির্বিশেষে সকলের কাছে পৌঁছে যাচ্ছে। নির্বাচনী প্রচারে নেমে কার্যকর্তারা এ কথা সকলকে বুঝিয়ে বলেছে। বক্সনগরের জনতা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে নতুন করে ভাবনা চিন্তা করছে। মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বক্সনগর এবং ধনপুরে বিজেপির জয় সুনিশ্চিত।