প্রতিনিধি, বিশালগড়, ১ সেপ্টেম্বর।। বক্সনগরে রেকর্ড ভোটে জিতবে বিজেপি। তা উপলব্ধি করতে পেরেছে বিরোধী সিপিএম। তাই আর উন্নয়নের জন্য ভোট চাইছে না। শুধু আন্দোলন করার জন্য ভোট চাইছে। কিন্তু বক্সনগরে মানুষ আর আন্দোলন চায়না। তারা উন্নয়ন চায়। পঁচিশ বছর বহু আন্দোলন হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। উন্নয়ন বিজেপির পুঁজি। তাই বক্সনগরের জনতা উন্নয়নকে বেছে নেবে। বক্সনগর বিধানসভা উপনির্বাচনে সাংগঠনিক কাজে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাগুলি বলেন বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। শুক্রবার বক্সনগরে সাংগঠনিক কাজে অংশ নেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। কাজের ফাঁকে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন ভোটের ফলাফল কী হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে। বক্সনগর এবং ধনপুরে রেকর্ড ভোটে জিতবে বিজেপি। জোটের কোন প্রভাব পড়েনি এখানে। কংগ্রেস মুছে গিয়েছে। এবারের ভোটে বামেদের অস্তিত্ব থাকবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে। গত আঠারো এবং তেইশে উস্কানিমূলক বক্তব্য রেখে ভোটারদের বিভ্রান্ত করে ভোট আদায় করেছে সিপিএম। সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট আদায় করেছে। অপপ্রচার গুজব ছড়িয়ে কিছু দিন মানুষকে বোকা বানানো যায়। কিন্তু চিরদিন বোকা বানানো যায় না। মানুষের হাতের মুঠোয় গোটা পৃথিবী। সংখ্যলঘু ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে। মানুষের চোখ খুলে গিয়েছে। সিপিএমের বিভেদের রাজনীতি মানুষ বুঝতে পারছে। মানুষ অভিজ্ঞতার নিরিখে উপলব্ধি করছে কোনটা ভালো কোনটা মন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জামানায় দেশের কোথাও একটি দাঙ্গা হয়নি। বরং সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। তাই সারাদেশে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপির সংগঠন মজবুত হচ্ছে। এই প্রক্রিয়া থেকে বাদ যাচ্ছে না বক্সনগর। এখানকার মানুষ উন্নয়নের কথা বলছে। আগে এ-সব বলার সুযোগ ছিল না। কথা বলার অধিকার ছিল না। এর থেকে প্রমাণ হয় ধীরে ধীরে সমাজ পরিবর্তন হচ্ছে। সমাজ পরিবর্তন বিজেপির মূল লক্ষ। সেই লক্ষ্য পূরণ হচ্ছে। আগামী আট তারিখ গেরুয়া আবিরে অকাল হোলি খেলতে প্রস্তুত হচ্ছে বক্সনগরের জনতা। আন্দোলন নয়, জয়ী হবে উন্নয়ন।
148