
কমিউনিস্ট পার্টির অবিংশ বাধিত নেতা প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের খাস তালুকে ফের ভাঙ্গন ধরালো শাসকদল বিজেপি। সমীর দেব সরকারের নিকট আত্মীয় পরিজনসহ ৩১ পরিবারের ১০৩ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে গেরুয়া পতাকা হাতে তুলে নেন। এদিন নবাগতদের দলে ভাজপার দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। এই দিনের যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস, সম্পাদক প্রণব দেবনাথ পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কু পাল মন্ডলের সাধারণ সম্পাদক মাধব চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। যোগদান সভায় নবাগতদের বরণ করে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন, প্রগতি এবং বিকাশের পথে এগিয়ে যাচ্ছে রাজ্য ও দেশ। ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আজ আমরা গর্ববোধ করতে পারি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন কর্মযোগ্য চলছে তাতে উদ্বুদ্ধ এবং আকৃষ্ট হয়ে প্রতিদিন মানুষ দলে দলে বিজেপির পতাকাতলে শামিল হচ্ছেন। প্রতিদিন খোয়াই মন্ডলের বিভিন্ন বুথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানের ফলে বিজেপি নতুন করে শক্তি সঞ্চয় করছে।আগামী দিনে প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের খাস তালুক শিঙিছড়ায় বাম দুর্গের পতন ঘটিয়ে সবকা সাথ সবকা বিকাশ সেই চিন্তাধারা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই দিনের যোগদান সভায় সমীর দেব সরকারের নিকট আত্মীয় তাপস দেব সরকারের নেতৃত্বে ৩১ পরিবারের ১০৩ জন ভোটার বিজেপি দলে সামিল হন।