মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকের আগেই তেলুগু রাজনীতিতে নতুন সমীকরণের আঁচ মিলল। বৃহস্পতিবার সকালে দিল্লি এসে সনিয়া গান্ধী এবং রাহুলের সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা। সূত্রের খবর, শর্মিলা তাঁর দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টিকে মিশিয়ে দিতে চলেছেন কংগ্রেসে। তবে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সনিয়া-রাহুলের সঙ্গে সাক্ষাতের পরে শর্মিলা বলেন, ‘‘এ বার তেলঙ্গানার ভোটে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভরাডুবি হবে।’’
গত ১১ অগস্ট দিল্লি গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে-সহ দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন শর্মিলা। হায়দরাবাদ ফিরে অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির কন্যা বলেছিলেন, ‘‘শীঘ্রই আমরা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছি।’’ জগনের সঙ্গে মতবিরোধের জেরে শর্মিলা বছর দু’য়েক আগে তেলঙ্গানার ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে প্রয়াত বাবার নামে নতুন দল গড়েছিলেন। জগন-শর্মিলার মা বিজয়াম্মাও পরে সেই দলে শামিল হন।