প্রতিনিধি, বিশালগড়, ২৮ আগস্ট।। জনজোয়ারে ভাসলো ধনপুরের নিদয়া। সোমবার নিদয়া বাজারে বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাত্র তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে আয়োজিত সমাবেশে রীতিমতো জনঢল পরিলক্ষিত হয়। বিশেষ করে মহিলাদের উপস্থিত ছিল লক্ষনীয়। নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষি মন্ত্রী রতনলাল নাথ, প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক সুশান্ত দেব, সদ্য কংগ্রেস ছেড়ে আসা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া প্রমুখ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন সিপিএম প্রতিহিংসাপরায়ণ ছিলেন। ১৮ সালের আগে এই ধনপুরে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। বিরোধী দল করার অধিকার ছিল না। আজকের প্রার্থী বিন্দু দেবনাথকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেছিলো। কিন্তু রাজ্যের মানুষ সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সিপিএমকে ক্ষমতাচ্যুত করে। রাজ্যের মানুষ মুক্তির স্বাদ পায়। ২৩ সালে ধনপুর ইতিহাস তৈরি করেছে। এই ধনপুরের মেয়ে প্রতিমা ভৌমিককে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় কাজ করার সুযোগ দিয়েছে। ধনপুরের সার্বিক উন্নয়নে বিন্দু দেবনাথকে জয়ী করুন। তিনি বলেন ধনপুরের বিজয় সুনিশ্চিত তা আজকের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। এমন সমাবেশ নিদয়াতে কখনো হয়নি। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন আজকের মাতৃশক্তির উপস্থিতি বলে দিচ্ছে আগামী পাঁচ সেপ্টেম্বর ধনপুরে কী হতে চলেছে। এই ধনপুর কুড়ি বছরের মুখ্যমন্ত্রী দিয়েছে। কিন্তু বিনিময়ে ধনপুরের মানুষ কিছুই পায়নি। সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল ধনপুরে। কিন্তু আজ শান্তি প্রতিষ্ঠা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন একটি সরকারি প্রকল্পের জন্য বছরের পর বছর মিছিলে হাঁটতে বাধ্য করেছে সিপিএম। আজ কাউকে মিছিল মিটিং করতে হয়না। হিন্দু মুসলমান জাতি জনজাতি সকলের ঘরে পৌঁছে যাচ্ছে সরকারি প্রকল্প। বিজেপি সকলের জন্য কাজ করে। আরও কাজ করতে হবে। তাই বিন্দু দেবনাথকে জয়ী করার দায়িত্ব সবাইকে নিতে হবে।
138