প্রতিনিধি, উদয়পুর : –
আসন্ন উপ নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে ভারী বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিজেপি প্রার্থী তপাজ্জল হোসেনের সমর্থনে বক্সনগর বিধানসভার রহিমপুর এলাকায় ৩ নং বুথে প্রচারে নামেন অর্থমন্ত্রী । এই দিন গ্রামীন এলাকার সমস্ত নাগরিকদের বাড়িতে জনসম্পর্ক অভিযান করেন । পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ভোটারদের সামনে । উন্নয়নকে হাতিয়ার করে এবং গত ২৫ বছরের বাম অপশাসনের চিত্র তুলে ধরে ভোটারদের কাছে এই বছর এক নতুন বার্তা নিয়ে যান তিনি । গ্রামের নবীন থেকে প্রবীণ ও যুব ভোটারদের কাছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তুলে ধরে প্রচারের দিক মজবুত করে তোলেন অর্থমন্ত্রী । গ্রামের কাঁদামাটি পেরিয়ে সংখ্যালঘু ভোটারদের কাছে পৌঁছে যান কর্মীদেরকে সাথে নিয়ে । একই সাথে কর্মীদের গলায় ছিল দৃপ্ত কন্ঠে স্লোগান । অন্যদিকে মন্ত্রী নিজেও স্লোগানে গলা মিলিয়ে কর্মীদেরকে আরো চাঙ্গা করে তুলে প্রচার অভিযানে । যেভাবে নির্বাচনী প্রচারে এইদিন রাজ্যের অর্থমন্ত্রী ঝড় তুলেছেন । তাতে করে বিরোধীদল সিপিআইএম প্রচারে অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল । এইদিন অর্থমন্ত্রী নির্বাচনী প্রচারে বের হয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান , নির্বাচনের প্রচারে তিনি প্রত্যক্ষ করেছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মনস্থির করে ফেলেছেন বক্সনগর বিধানসভার বহুদিনের অনুন্নয়ন ও অব্যবস্থার ইতি টানতে এবার সর্বাংশের ভোট বিজেপিকেই দেওয়া হবে । সেই সাথে তিনি দাবি করেন এবারের উপনির্বাচনে বক্সনগর বিধানসভায় বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয় হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।